ICC Ranking: আড়াই বছর পরে হারানো সিংহাসনে ফিরলেন বুমরাহ, ফের বিশ্বসেরা জসপ্রীত
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জসপ্রীত বুমরাহ শুধু ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এমন নয়, বরং আরও বড়সড় স্বীকৃতি পেলেন আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে। ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে কেরিয়ারের সেরা বোলিং করে ফের একবার কেরিয়ারের সেরা বিশ্বব়্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন বুমরাহ।
আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ব়্যাঙ্কিং তালিকায় এক নম্বরের মুকুট ফিরে পেলেন বুমরাহ। তিনি সিংহাসন পুনরুদ্ধার করেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে। একই সঙ্গে ভারতীয় তারকা পিছনে ফেলে দেন পাকিস্তানের শাহিন আফ্রিদিকেও।
আরও পড়ুন:- ICC ODI Ranking: ওভালের দুর্ধর্ষ জয়েই কুপোকাত পাকিস্তান, বাবরদের সরিয়ে ICC র্যাঙ্কিংয়ে তিনে উঠল ভারত
বুমরাহ এক লাফে পাঁচ ধাঁপ উঠে এসে শীর্ষে পৌঁছে যান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বোল্টের কাছে এক নম্বর ব়্যাঙ্কিং খুইয়েছিলেন জসপ্রীত। সুতরাং, প্রায় আড়াই বছর পরে ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন ভারতীয় পেসার। উল্লেখ্য, ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭.২ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ১৯ রানের বিনিময়ে মোট ৬টি উইকেট দখল করেন বুমরাহ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
আরও পড়ুন:- IND vs ENG 1st ODI: প্রথম বলেই বুঝে যান, নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত, ইঙ্গিত বুমরাহর
বুমরাহর পেস বোলিং পার্টনার মহম্মদ শামি ওভালে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। তিনি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ২৩ নম্বরে চলে এসেছেন।
ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় কোহলি তিনে এবং রোহিত শর্মা চার নম্বরে অবস্থান করছেন। ধাওয়ান এক ধাপ উন্নতি করে ১২ নম্বরে চলে এসেছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন বাবর আজম। দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানেরই ইমাম-উল-হক।
For all the latest Sports News Click Here