ICC POTM: ইনিংসে ১০ উইকেটের স্বীকৃতি পাবেন আজাজ? নাকি খেতাব জিতবেন ভারতীয় তারকা?
আইসিসি প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন আজাজ প্যাটেল। ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও। এছাড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক।
মুম্বই টেস্টে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করা আজাজ সঙ্গত কারণেই পুরস্কার জয়ের অন্যতম দাবিদার। যদিও তাঁকে কড়া টক্কর দেবেন মায়াঙ্ক। চলতি অ্যাসেজ সিরিজে দুরন্ত বোলিং ছাড়া ব্যাট হাতেও কার্যকরী অবদান রাখছেন স্টার্ক। তাই হাড্ডাহাড্ডি লড়াই চালাবেন তিনিও।
মায়াঙ্ক আগরওয়াল: ডিসেম্বরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টেস্টে মাঠে নামেন মায়াঙ্ক। তিনি ৬৯.০০ গড়ে ২৭৬ রান সংগ্রহ করেন। ১টি সেঞ্চুরি ছাড়াও ২টি হাফ-সেঞ্চুরি করেন আগরওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৫০ ও ৬২ রান সংগ্রহ করেন মায়াঙ্ক। পরে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। দু’টি টেস্টেই ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারকা ওপেনার।
আজাজ প্যাটেল: ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ১০টি উইকেট নিয়ে ইতিহাস গড়েন আজাজ। পরে দ্বিতীয় ইনিংসে আরও ৪টি উইকেট নেন তিনি। কিউয়ি স্পিনার সেই ম্যাচে ২২৫ রানের বিনিময়ে মোট ১৪টি উইকেট দখল করেন। যদিও ম্যাচ হারতে হয় নিউজিল্যান্ডকে।
মিচেল স্টার্ক: ডিসেম্বরে অ্যাসেজের ৩টি টেস্টে মাঠে নেমে ১৯.৬৪ গড়ে ১৪টি উইকেট নেন স্টার্ক। ব্যাট হাতে ৫৮.৫০ গড়ে ১১৭ রান সংগ্রহ করেন তিনি।
For all the latest Sports News Click Here