ICC ODI Ranking: খারাপ ফর্মের গুঁতো, পা হড়কালেন কোহলি, তিনে লাফ প্রোটিয়া তারকার
টানা খারাপ পারফরম্য়ান্সের জেরে ক্রশম নীচে নেমে চলেছেন বিরাট কোহলি। ওডিআই র্যাঙ্কিং-এ তিন থেকে চারে নেমে এলেন কোহলি। বরং তিন ধাপ লাফ মেরে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা রাসি ভ্যান ডার দাসেন। রোহিত শর্মার অবস্থাও তথৈবচ। তিনি পাঁচে রয়েছেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ ৫৮ বলে ৭৬ করেছিলেন রোহিত। কিন্তু পরের দু’টি ওডিআই-এ ব্যর্থ হয়েছেন। স্বাভাবিক ভাবে তাঁরও ওডিআই র্যাঙ্কিং-এ কোনও উন্নতি হয়নি।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে কোহলির সংগ্রহ ৩৩, লজ্জার নজিরে নাম বিরাটের
ওডিআই র্যাঙ্কিং-এ এক নম্বর জায়গাটি কিন্তু বাবর আজম ধরে রেখেছেন। কোহলিকে সরিয়েই এই জায়গাটা তিনি দখল করেছিলেন। পুরনো জায়গা ফিরে পাওয়া তো দূরের কথা, কোহলি ক্রমশ নীচে নামছেন। পাকিস্তানেরই আর এক তারকা ইমাম-উল-হক দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। ওডিআই র্যাঙ্কিং-এ প্রথম দশে কোহলি, রোহিতকে বাদ দিলে ভারতের আর কোনও ব্যাটার নেই। কুড়ি জনের মধ্যে শিখর ধাওয়ান এখনও ১৪ নম্বর জায়গা ধরে রেখেছেন।
আরও পড়ুন: ‘শুধু বিজ্ঞাপনই করো’, কোহলির পোস্ট ঘিরে তুমুল ক্ষোভ উগরালেন ভক্তরা
ওডিআই র্যাঙ্কিং-এ বোলারদের মধ্যে প্রথম দশে ভারতের একমাত্র জসপ্রীত বুমরাহ-ই রয়েছেন। তিনি দুই নম্বরে র। ট্রেন্ট বোল্ট রয়েছেন শীর্ষে।
অলরাউন্ডারদের মধ্যে ওডিআই র্যাঙ্কিং-এ ভারতের একমাত্র হার্দিক পাণ্ডিয়া প্রথম দশে জায়গা ধরে রেখেছেন। তিনি রয়েছেন আটে। শাকিব আল হাসান এখনও এই বিভাগের শীর্ষস্থান ধরে রেখেছেন।
For all the latest Sports News Click Here