ICC সুপার লিগ টেবিলে পয়েন্টের হাফ-সেঞ্চুরি বাবরদের, একলাফে প্রথম দশে পাকিস্তান
অস্ট্রেলিয়াকে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারিয়ে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের প্রথম দশে ঢুকে পড়ল পাকিস্তান। সেই সঙ্গে পয়েন্টের হাফ-সেঞ্চুরিও পূর্ণ করলেন বাবর আজমরা।
সিরিজ শুরু আগে পাকিস্তান ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছিল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হওয়ায় লিগ টেবিলে অবস্থান বদল হয়নি পাকিস্তানের। তবে দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে রেকর্ড জয় তুলে নেওয়ায় মূল্যবান ১০ পয়েন্ট ঘরে তোলেন বাবররা। ফলে ১১ ম্যাচে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫০ পয়েন্ট। তারা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৮ নম্বরে চলে আসে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া আগের মতোই ৪ নম্বরে রয়েছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। আপাতত বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে দু’নম্বরে। ভারতের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট। রোহিতরা রয়েছেন লিগ টেবিলের তিন নম্বরে।
আফগানিস্তান ৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড রয়েছে ছয়ে। শ্রীলঙ্কা ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে যায়। ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে যায় দশ নম্বরে।
৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত নিউজিল্যান্ড রয়েছে ১১ নম্বরে। জিম্বাবোয়ে ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে। একেবারে শেষে ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। তাদের সংগ্রহে রয়েছে ৮ ম্যাচে ২৫ পয়েন্ট।
For all the latest Sports News Click Here