ICC-র ভুলে কলেজের পড়া লাটে উঠল আইরিশ ক্রিকেটারের
করোনার নতুন প্রজাতি ওমিক্রনের কারণে জিম্বাবোয়েতে মাঝপথেই স্থগিত ২০২২ আইসিসি আয়োজিত মেয়েদের বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ড। ধীরে ধীরে দেশে ফেরত পাঠানো হয়েছে ক্রিকেটারদের। তবে দেশে পৌঁছনোর পরেও বিপত্তি কাটেনি ক্রিকেটারদের। দু’সপ্তাহ হয়েছে টুর্নামেন্ট স্থগিত হয়েছে তারপরে তারা সশরীরে দেশে ফিরলেও তাদের লাগেজপত্র এখনও দেশে ফেরেনি। আর সেই লাগেজেই রয়ে গিয়েছে কলেজ নোটস। আর তাতেই সমস্যায় পড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার গ্যাভি লুইস আইসিসিকে তিনি সমস্যার কথা জানিয়েছেন।
লাগেজ দ্রুত পাওয়ার জন্য আইসিসির কাছে সোমবার বিশেষ অনুরোধ জানিয়েছেন গ্যাবি। ওমিক্রনের ফলে আন্তর্জাতিক উড়ান জিম্বাবোয়ে থেকে একে একে বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন অনেকেই। হারারে থেকে ডাবলিন ফ্লাইট বন্ধ হওয়ার ফলে একাধিক কানেক্টিং ফ্লাইট ধরে তাদের দেশে ফিরতে হয়।
Any update on our luggage that’s still in oman @icc…… 13 days and counting, worst is I left my college notes in it ????
— Gaby Lewis (@lewis_gaby) December 12, 2021
উইন্ডফোক, নামিবিয়া, ওমান, কাতার হয়ে তারা দেশে ফেরেন। নভেম্বর মাসের ৩০ তারিখ দেশে ফেরার পরে তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। তারপরেই নিজের টুইটার থেকে টুইট করেন গ্যাভি। লেখেন “আমাদের লাগেজের ব্যাপারে কি কোনও আপডেট আছে আইসিসির কাছে? লাগেজ এখনও রয়েছে ওমানে! ১৩ দিন পেরিয়েছে তবু প্রহর গুণছি। মুশকিলের বিষয় আমি আমার কলেজের নোটস ওর মধ্যে রেখে এসেছি।”
For all the latest Sports News Click Here