ICC-র কাছে WTC ফাইনালের চূড়ান্ত দল জমা দিল ভারত-অস্ট্রেলিয়া,কী পরিবর্তন হল দলে?
ওভালে আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া এবং ভারত তাদের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে।
রবিবার উভয় দলই তাদের চূড়ান্ত স্কোয়াড আইসিসির কাছে জমা দিয়েছে। অস্ট্রেলিয়া তাদের মূল ১৭জন প্লেয়ারের স্কোয়াড থেকে দু’জনকে বাদ দিয়ে ১৫ জন খেলোয়াড়ের নাম জমা দিয়েছে। ৭ জুন থেকে লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত ১৫জনের স্কোয়াডে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তারকা জশ হ্যাজলেউড জায়গা করে নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খুব ভাবো খেলতে পারেননি হ্যাজলেউড। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য হ্যাজলেউডের পরিবর্তে মাইকেল নেসারকে দলে রাখার ভাবনাচিন্তা চলছিল। তবে শেষ পর্যন্ত হ্যাজলেউডকেই দলে রাখা হয়।
চোট বা অন্যান্য কারণে অস্ট্রেলিয়ার যদি ১৫ সদস্যের স্কোয়াডে পরিবর্তন করতে হয়, তা হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।
আরও পড়ুন: ভারতীয় জার্সিতে ধোনির শেষ ম্যাচ ছিল বৃষ্টিবিঘ্নিত, আম্পায়ার ছিলেন রড টাকার, একই চিত্রনাট্য IPL 2023 ফাইনালে
অস্ট্রেলিয়ার স্ট্যান্ডবাই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ এবং ম্যাট রেনশ, অন্যদিকে যুক্তরাজ্য-ভিত্তিক অস্ট্রেলিয়ান নেসার এবং শন অ্যাবট জুনের শুরুতে লন্ডনে পৌঁছলে দলের প্রস্তুতিতে সাহায্য করবেন। ব্যাক-আপ কিপার জোশ ইংলিস এবং নাথান লিয়নের সঙ্গে টড মারফিকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ দিকে ভারতীয় দলের ক্ষেত্রে ইতিমধ্যে চোটের কারণে কেএল রাহুল ছিটকে যাওয়ার পর ভারত ১৫ জনের স্কোয়াডে কোনও পরিবর্তন করেনি। যদিও আনক্যাপড যশস্বী জয়সওয়াল আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে দলে ঢুকেছেন। জয়সওয়াল রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। ১৪ ম্যাচে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছিলেন। তিনি রুতুরাজ গায়কোয়াডের পরিবর্তে স্ট্যান্ডবাইয়ের তালিকায় ঢুকেছেন।
আরও পড়ুন: এটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে, আর ফিরছি না- IPL ফাইনালের আগেই অবসরের ঘোষণা রায়ডুর
ভারতের স্ট্যান্ডবাই বিকল্প হিসেবে যশস্বী ছাড়াও রয়েছেন সাদা-বলের তারকা সূর্যকুমার যাদব এবং আনক্যাপড সিমার মুকেশ কুমার। এই তিন জন আগামী দিনে লন্ডনে ১৫ জনের স্কোয়াডে যোগ দেবেন।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলেউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লিয়ন, টড মারফি, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: মিচ মার্শ, ম্যাথিউ রেনশ।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ (উইকেরক্ষক)।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।
For all the latest Sports News Click Here