I League 22: রাজস্থানকে হারিয়ে আই লিগের শীর্ষে উঠে এল সাদা-কালো ব্রিগেড
শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের আই লিগে বেশ ভাল ফর্মে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল মহামেডান স্পোর্টিং। করোনা বিরতির পর শুরু হওয়া আই লিগে তাদের বিজয়রথের পথ চলা অব্যহত। এবার আই লিগের নতুন দল রাজস্থান ইউনাইটেড দলকে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল সাদা-কালো ব্রিগেড। সৌজন্যে অবশ্যই তাদের দুই দেশি, বিদেশি তারকা ফুটবলার জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দিলেন আজহারউদ্দিন মল্লিক এবং নিকোলা স্টোজানোভিচ। তবে ম্যাচে কিছুটা নিরাশ করলেন মহামেডান স্পোর্টিংয়ের ক্যারিবিয়ান তারকা মার্কাস জোসেফ। ২-১ গোলে রাজস্থানকে হারাল মহামেডান।
কল্যাণী স্টেডিয়ামে নৈশালোকে যেন ধরা দিল যেন নতুন প্রজন্মের মহামেডান স্পোর্টিং। যে দল বিশ্বাস করে টোটাল ফুটবলে। কোনও ব্যক্তি ফুটবলার ছিল ক্যারিশমাতে নয়। বুধবার আই লিগে যে দর্শনের উপর দাঁড়িয়ে কার্যত রাজস্থানের বিরুদ্ধে কঠিন লড়াইটা বের করে নিতে সমর্থ হলেন মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা।
কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসিকে ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিং। ম্যাচের ১৭ মিনিটে ব্রেন্ডনের পাস থেকে আজহারউদ্দিন মল্লিক এদিন মহামেডানের হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে আন্দ্রে চেরনিশভের ছেলেরা । ৪১ মিনিটের মাথায় একক দক্ষতায় গোল করেন নিকোলা স্টোজানোভিচ। বিরতিতে যাওয়ার সময় মহামেডানের পক্ষে স্কোর ছিল ২-০।
দ্বিতীয়ার্ধেও বল পজিশন ধরে রেখেছিল মহামেডান দল । তারা আক্রমনাত্মক ফুটবল খেললেও এই অর্ধে গোলের দেখা পায়নি। উল্টে একটা গোল হজম করে ম্যাচের উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছিল তারা। ম্যাচের ৭০ মিনিটে গোল হজম করতে হয় আজহারউদ্দিনদের। ফ্রিকিক থেকে চোখধাঁধানো গোল করেন ওমর র্যামোস। ব্যবধান কমিয়ে ২-১ করলেও শেষ রক্ষা করতে পারেননি। ম্যাচে জয়ের ফলে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালাকে পিছনে ফেলে ফের লিগ তালিকার শীর্ষে উঠে এল সাদা কালো ব্রিগেড।
∆ মহামেডান : ২
∆ রাজস্থান ইউনাইটেড: ১
For all the latest Sports News Click Here