HTLS 2022: মাত্র ১ দিন কাজের জন্য ৩৫ বিলিয়ন ডলার! নেননি ক্লুনি! কেন জানেন
Hindustan Times Leadership Summit-এর পঞ্চম দিন। উপস্থিত ছিলেন হলিউডের নামজাদা অভিনেতা এবং সমাজকর্মী জর্জ ক্লুনি। সশরীরে উপস্থিত না থাকলেও নেটমাধ্যমের দ্বারা তাঁর সঙ্গে আলাপচারিতা চালান অনিল কাপুর। নিজের কেরিয়ার, সিনেমার জগতের নানা বিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত কিছু বিষয় নিয়েও কথা বলেন তাঁরা। এরই মধ্যে ক্লুনির একটি কথায় অনেকেই বিস্মিত হয়েছেন।
অনিল কাপুর তাঁকে প্রশ্ন করেন, ‘শুনেছি, মাত্র এক দিনের কাজের জন্য আপনাকে ৩৫ বিলিয়ন ডলার অফার করা হয়েছিল। কিন্তু আপনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কথাটা কি ঠিক? কেন করেছিলেন এই কাজ?’
ক্লুনি বলেন, কথাটি ঠিক। সত্যিই তিনি এমন একটি প্রস্তাব একবার ফিরিয়ে দেন। কিন্তু কেন? উত্তর হলিউড-তারকা বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলেছিলাম। যখনই কেউ একটা বিরাট অঙ্ক আপনাকে অফার করছে, তার মানে হতে পারে, তিনি কোনও কিছু হোয়াইটওয়াশ করতে চাইছেন। সৌদি আরবে মহিলাদের অধিকার নিয়ে কথা বলার জন্য বহু ভালো মানুষকে বন্দি করা হয়েছে। আর সেই বিষয়টি হোয়াইটওয়াশ করার জন্য কেউ কেউ অর্থ নিচ্ছেন। আর তাঁদের কাজ করার ক্ষেত্রে আমার আপত্তি আছে।’
এর পরে তিনি বলেন, ‘আমি টের পাই, যিনি আমায় টাকাটি দিতে চাইছেন, তিনি মানবাধিকার লঙ্ঘন করেন। এবং তাঁরা আণায় সেই টাকাটি দিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন। আমি আমার স্ত্রী আমালের সঙ্গে কথা বলি। আমরা ভেবেছিলাম, টাকাটা নিয়ে কোনও ভালো কাজে লাগাতে পারি কি না। কিন্তু তার জন্য আমার নিজের সম্মানটিকে দাম হিসাবে দিতে হচ্ছিল। সেটা দাম হিসাবে দিতে পারিনি। আমার বাবা-মা আমায় শিখিয়েছিলেন, আমি যেন বিক্রয়যোগ্য না হয়ে যাই।’
গত বছরে ক্লুনি সংবাদমাধ্যমকে এই ঘটনাটির কথা জানিয়েছিলেন। বলেছিলেন, একটি বিমান পরিষেবা সংস্থা তাঁকে ওই পরিমাণ টাকা দিতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি।
For all the latest entertainment News Click Here