HTLS 2022: ওটিটি শোয়ের দুই সিজনে তাঁকে দেখে একই রকম লাগছে? কী বলছেন পঙ্কজ
তিনি কি সব শোয়ে একই রকম হয়ে যাচ্ছেন? কোনও শোয়ের নতুন সিজন এলে কি তাঁকে দেখে ঠিক আগের মতোই লাগছে? এমন কেন হচ্ছে? অনেকেই বলছেন, ‘ক্রিমিনাল জাস্টিস’ এবং ‘মির্জাপুর’-এর মতো হিট শোগুলির নতুন সিজনে তাঁকে দেখে ঠিক আগের মতোই লাগছে। এর কারণ কী? ২০তম Hindustan Times Leadership Summit-এ উপস্থিত হয়ে এসব প্রশ্নের উত্তর দিলেন পঙ্কজ ত্রিপাঠী। এই আলোচনায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন এবং HT-এর চিফ ম্যানেজিং এডিটর-এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সোনাল কালরা।
চলতি বছরে Hindustan Times Leadership Summit-এর চতুর্থ দিনে পঙ্কজ বলেন, টাইপকাস্ট হওয়ার বিষয়টি তাঁর মাথায় আছে। এবং সেটি ভেবেই তিনি কাজ করেন। তাঁর বক্তব্য, কোনও সিরিজের নতুন সিজনে গল্পে বদল আসে, নতুন নতুন চরিত্র ঢোকে, পরিস্থিতি বদলায়। কিন্তু পুরনো যে চরিত্রগুলি ছিল, সেগুলি একই থাকে। ফলে সেগুলিকে বদলানো সম্ভব নয়। আর তাই তাদের আগের মতোই দেখতে লাগে। তাঁর বক্তব্য, এটি যে শুধু ওয়েব সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, একই সঙ্গে এটি সিনেমার ক্ষেত্রেও প্রযোজ্য। ‘ফুকরে ৩’-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে তিনি পণ্ডিতজির ভূমিকায় অভিনয় করছেন। ফলে আগের ছবিগুলিতে যেমন করেছিলেন, এবারেও তাঁকে দেখে সেই মানুষটি বলেই মনে হবে।
এর পরে তিনি বলেন, ‘তবে হ্যাঁ, ক্রিমিনাল জাস্টিস এবং মির্জাপুরের দুটো সিজন হয়ে যাওয়ার পরে অনুভব করছি, এটা এখানেই শেষ হওযা উচিত। এবার নতুন কিছু করব।’
পঙ্কজকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবিতে। এই বছরের শুরুতে মুক্তি পাওয়া ছবিতে পঙ্কজকে গঙ্গারামের ভূমিকায় দেখা যায়। তিনি ছাড়াও ওই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সায়নি গুপ্ত এবং নীরজ কবি। এর পরে পঙ্কজ ত্রিপাঠী ‘ওহ মাই গড ২’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন।
For all the latest entertainment News Click Here