HTLS 2021:নেটমাধ্যমের চাপ প্লেয়ারদের জন্য মানসিক অবসাদের বড় কারণ, দাবি বোল্টের
তারকা টেনিস প্লেয়ার নাওমি ওসাকা, সিমোনে বাইলস থেকে শুরু করে তাবড় তাবড় তারকা ক্রীড়াবিদরা দিনের পর দিন মানসিক স্বাস্থ্যের কথা বলেছেন। তাঁদের মানসিক অবসাদের কথা বলেছেন। মেন্টাল হেলথের বিষয় নিয়ে এ বার মুখ খুললেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্টও। তাঁর মতে, মানসিক অবসাদের বড় কারণ এখন সোশ্যাল মিডিয়ার চাপ।
মঙ্গলবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) প্রথম দিনেই উসেইন বোল্ট পরিষ্কার বলে দিলেন, ‘প্লেয়ারদের ক্ষেত্রে মেন্টল হেলথ কিন্তু বড় সমস্যার কারণ। অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। আমিও অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। যখন অল্প বয়স ছিল, তখন এই চাপটা আরও বেশি ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি। চাপটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। তবে এখন সোশ্যাল মিডিয়া কিন্তু মারাত্মক চাপ তৈরি করে। আমি অবশ্য আমাকে নিয়ে কে কী লিখছে, সেইগুলো পড়ি না। কিন্তু অনেক অ্যাথলিট রয়েছেন, যাঁরা সেগুলো পড়েন। যেটা কিন্তু বড় চাপ তৈরি করে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ছোটবেলায় সোশ্যাল মিডিয়ার ব্যপার ছিল না। তাই চাপটাও সেই দিক থেকে আসত না। তা ছাড়া বাড়ি এবং বন্ধুদের সমর্থন পেয়েছি সব সময়। সে কারণে হয়তো এই চাপটা কাটিয়ে উঠতে পেরেছিলাম।’
তবে ১৫ বছর বয়সে তিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তখন থেকেই তিনি লাইমলাইটে। তাই সেই ছোট থেকেই চাপটা তাঁর উপর নানা ভাবে পড়েছিল বলে জানিয়েছেন বোল্ট। তাঁর দাবি, ‘যেহেতু আমি ১৫ বছর বয়সেই সাফল্যের সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম, তাই সকলেই সিনিয়র লেভেলে আমি কী করি, সে দিকে তাকিয়ে ছিলেন। আমি যখন সিনিয়র লেভেলে পৌঁছলাম, তখন নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লেগেছিল। কঠোর প্রশিক্ষণে থাকতাম। তাই একটা সময় পর্যন্ত খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। লোকেরা সমালোচনা করেছেন। বলেছেন, ও তো শুধু জুনিয়র লেভেলেই ভালো করে। সিনিয়রে পারবে না। সেই সময়ে আমার উপর মারাত্মক প্রত্যাশার চাপ ছিল।’
For all the latest Sports News Click Here