Holi 2022: ‘রং বরসে’ থেকে ‘বলম পিচকারি’, রঙের উৎসব অসম্পূর্ণ এই গানগুলি ছাড়া
হোলির দৃশ্য বরাবরই পর্দায় সুপারহিট। রঙের উৎসবে তেমনি রং খেলার সঙ্গে খাওয়া দাওয়া আর এই উৎসবকে জমজমাট করে তুলতে অবশ্যই বাজতে হবে গান। প্রেমের রঙকে আরও একটু গাঢ় করে দেয় হোলির দৃশ্য। তাই সাদা কালোর যুগ থেকে ২০২১-হোলির গান বরাবরই নজড়কাড়া। হোলিতে আপনার প্লে-লিস্টে রয়েছে এই গানগুলি-
১) রং বরসে (সিলসিলা)
হোলির সেলিব্রেশনে সিলসিলা ছবির এই গান আজও হোলি পার্টিতে আবশ্যক। অমিতাভ-রেখার রসায়ন যশ চোপড়া পরিচালিত ছবির এই গানকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। গানটির কথা লিখেছেন অমিতাভ বচ্চনের বাবা, কবি হরিবংশ রাই বচ্চন।
২) সোনি সোনি আঁখিয়োবালি (মহব্বতে)
হোলি মানেই যেমন রঙ, তেমন হোলি মানেই প্রেম। আর প্রথম প্রেমের অনুভূতিটাই তো আলাদা। আদিত্য চোপড়া মহব্বতের এই গান হোলিতে সুপারহিট।
৩) লাহু মুঁ লাগ গায়া (গলিও রাসলীলা রামলীলা)
পরিণত প্রেমের ছবি ধরা পড়েছে সঞ্জয় লীলা বনশালির রামলীলা ছবির এই গানে। রণবীর-দীপিকার প্রেমের আবেদন এই গানের পরতে পরতে ফুটে উঠেছে, সঙ্গে গুজরাতে মাটির সোঁধা গন্ধ। হোলির প্লে-লিস্টে একটু অন্যরকম আবেদন জোগায় এই গান।
৪) বালাম পিচকারি (ইয়ে জবানি হ্যায় দিওয়ানি)
আজকের জেনারেশনের হোলির থিম সংও বলা যেতে পারে রণবীর-দীপিকা জুটির ‘ইয়ে জবানি ইয়ে দিওয়ানি’র এই গানকে। কারণ হোলির পার্টি মানেই ‘সিধি সাধি ছোড়ির শরাবি’ হওয়ার পালা।
৫) হোলি কে দিন দিল (শোলে)
হোলি মানেই তো সব ভেদাভেদ ভুলে সব বাঁধন ভেঙে সবাইকে আপন করে নেওয়ার দিন। সেই ভাবনাই ধরা পরে শোলে ছবির আইকোনিক গান ‘হোলি কে দিন দিল’…
আপনার সবচেয়ে পছন্দের হোলির গান কোনটি?
For all the latest entertainment News Click Here