Hockey WC 2023: স্পেনের বিরুদ্ধে জয়ের পর ডিফেন্ডারদের প্রশংসায় ভরালেন ভারতের কোচ
শুভব্রত মুখার্জি: ভারতেই বসেছে হকি বিশ্বকাপের আসর। স্বাভাবিক ভাবেই আয়োজক দেশ হিসেবে ভারতের উপর রয়েছে প্রত্যাশার চাপ। তবে সেই চাপকে সঙ্গী করেই প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছে ভারতীয় হকি টিম। বিশেষ করে ভারতীয় ডিফেন্স প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছে।
স্পেনের বিরুদ্ধে ২-০ ফলে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বেশ সহজ জয়ের হাত ধরে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন গ্রাহাম রিডের ছেলেরা। আর ম্যাচ শেষে সেই কথাই প্রতিফলিত হল রিডের গলাতে। দলের খেলায় যে তিনি খুশি, তা স্পষ্ট করে দিয়েছেন রিড। দলের ডিফেন্স স্পেনের বিরুদ্ধে যে খেলাটা খেলেছে, তাতে বেজায় খুশি গ্রাহাম রিড।
আরও পড়ুন: স্পেনকে ২-০ হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত
বিপক্ষ স্পেনকে ভারতীয় ডিফেন্স যে ভাবে বোতলবন্দি করে ফেলেছিল, তাতে খুশি রিড। উল্লেখ্য, ম্যাচে ভারতের বিরুদ্ধে একটিও গোল করার সরাসরি সুযোগ পায়নি স্পেন। ভারতের হয়ে ম্যাচের ১২ তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অমিত রুইদাস। পুল-ডি’র ম্যাচে ভারতীয় দল স্পেনের বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করে ২৬ মিনিটে। অনবদ্য গোল করেন হার্দিক সিং।
আরও পড়ুন: হকি বিশ্বকাপের জন্য বন্ধ হল রাউরকেল্লার ২২টি দূষণকারী স্পঞ্জ আয়রন প্ল্যান্ট
দলের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে গ্রাহাম রিড বলেন, ‘ছেলেরা নিজেদের গোল থেকে বলকে সব সময়ে দূরে রাখতে সমর্থ হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়েছে। প্রথম ম্যাচে জিতে যাওয়াটা খুব ভালো ফল। আমরা এ বার পরবর্তী ম্যাচে মনোনিবেশ করব। আমরা ১০ জন খেলোয়াড় নিয়ে খেলেও অনুশীলন করেছি। কারণ আমাদের মনে হয়েছে টুর্নামেন্টে কোন একটা সময়ে আমাদের ১০ জনে খেলতে হতে পারে। স্পেনের বিরুদ্ধে ম্যাচে আমরা লিড পাই। সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ডিফেন্সের খেলা নিয়ে আমি খুব খুশি। আমরা বলটা খুব ভালো ভাবে হ্যান্ডেল করেছি এ দিন। প্রায় প্রত্যেকেই ভালো খেলেছে এ দিন। আর বিশ্বকাপ জিততে সবাই চায়।’
বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং স্পেন। ১৯৭৫ সালে হকি বিশ্বকাপে ভারতীয় দল শেষ বার মেডেল জিতেছিল। এর পর আর কোনও দিন তারা পদক জিততে পারেনি। ফলে এ বার পদক জিততে মরিয়া ভারতীয় দল। ভারত তাদের পরবর্তী ম্যাচে বিরসা মুন্ডা স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ডের।
For all the latest Sports News Click Here