Hero Alom: ফেসবুক লাইভে এসে অঝোরে কান্না! সিনেমা ছাড়ার ঘোষণা হিরো আলমের
আর সিনেমা তৈরি করবেন না, আর এফডিসি-তে যাবেন না, সোমবার ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে একথাই জানালেন আশরাফুল আলম, যাঁকে হিরো আলম নামেই চেনে দুই বাংলা। তিনি যা করেন তাই ভাইরাল, হিরো আলমের বেসুরো গানের ভিউ সংখ্যা দেখলে মাথা ঘুরে যাবে! কারণ হিরো আলমের ভিডিয়ো মানেই তো ভাইরাল। বাংলাদেশের বগুড়ার এই হিরো আলম আচমকাই সিনেমা থেকে সন্ন্যাসের ঘোষণা করলেন। ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন হিরো আলম, আর বললেন ঢালিউডের তথাকথিত স্টারেদের হাতে অপমানিত হতে হতে তাঁর দেওয়ালে পিঠ ঠেকেছে। আর অপমান সহ্য করতে পারছেন না তিনি, তাই ছবি না বানানোর সিদ্ধান্ত।
মূলত সম্প্রতি ওপার বাংলার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বারবার এফডিসিতে গিয়ে অপমানিত হয়েছেন হিরো আলম। তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সোশ্যাল মিডিয়া স্টার মনে করছেন সকলে। ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘….সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনও সিনেমাও বানাব না। পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি আর করব না। কারণ, আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনও আমাকে মেনে নেবে না। আমাকে ওরা ধিক্কার, লাঞ্ছিত, অত্যাচার, অপমান করে চলেছে।’
হিরো আলম অভিযোগ করেন পরিচালক শাহিন সুমন সকলের সামনে তাঁকে এফডিসি থেকে বার করে দিয়েছে। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হিরো আলম। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এই চলচ্চিত্রের জন্য আমি কী না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। অনেক দুঃখ-কষ্টে সিনেমা ছেড়ে দিলাম।’ হিরো আলমের অভিযোগ ঢালিউডের বহু ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা ভালো অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকদের বারণ করেন তাঁর সঙ্গে কাজ না করবার জন্য। তাঁরা প্রচার করেন হিরো আলম কেবল ‘বানর নাচ নাচতে জানে, ও বানর’। তাঁকে কুত্সিত দেখতে বলেই সুন্দর দেখতে মানুষরা এইভাবে দ্বিচারিতা করে তাঁকে দূরে সরিয়ে দিচ্ছে অভিযোদ হিরো আলমের।
চলতি বছরই হিরো আলমের তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা, তার আরও পাঁচটি প্রোজেক্টের কাজ চলছে। সেগুলোর ভবিষ্যত নিয়ে কোনও মন্তব্য করেননি হিরো আলম। তবে ছোট পর্দাতে কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করবেন হিরো আলম, তবে ছবি আর নয়!
For all the latest entertainment News Click Here