Happy Birthday: একই দিনে জন্মানো ক্রিকেটের সপ্তরথীর কেরিয়ার চোখ ধাঁধাবে নিশ্চিত
৬ ডিসেম্বর তারিখটি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আলাদা করে চিহ্নিত হয়ে থাকবে সন্দেহ নেই। কেননা ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বহু ক্রিকেটার জন্মেছেন ঠিক এই দিনেই। তবে বাকিদের মধ্যে এমন সাতজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্মদিন এটি, যাঁদের কেরিয়ার ক্রিকেটপ্রেমীদের চোখ ধাঁধাবে নিশ্চিত। দেখে নেওয়া যাক ৬ ডিসেম্বর তারিকে জন্মেছেন কোন সাতজন আন্তর্জাতিক ক্রিকেটার। চোখ রাখা যাক তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারে।
জসপ্রীত বুমরাহ: ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন বুমরাহ। ভারতীয় পেসারের বয়স হল ২৯ বছর।
টেস্ট কেরিয়ার: ৩০টি টেস্টে ১২৮টি উইকেট নিয়েছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৭২টি ম্যাচে ১২১টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৬০টি ম্যাচে ৭০টি উইকেট নিয়েছেন।
রবীন্দ্র জাদেজা: ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারের বয়স হল ৩৪ বছর।
টেস্ট কেরিয়ার: ৬০টি টেস্টে ২৪২টি উইকেট নিয়েছেন এবং ২৫২৩ রান করেছেন।
ওয়ান ডে কেরিয়ার: ১৭১টি ম্যাচে ১৮৯টি উইকেট নিয়েছেন এবং ২৪৪৭ রান সংগ্রহ করেছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৬৪টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন এবং ৪৫৭ রান করেছেন।
আরও পড়ুন:- বল করেন না, তাও টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে অল-রাউন্ডারের তকমা দিলেন গাভাসকর
শ্রেস আইয়ার: ১৯৯৪ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন শ্রেয়স। ভারতীয় তারকার বয়স হল ২৮ বছর।
টেস্ট কেরিয়ার: ৫টি টেস্টে ৪২২ রান সংগ্রহ করেছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৩৭টি ওয়ান ডে ম্যাচে ১৪৫২ রান সংগ্রহ করেছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৪৯টি ম্যাচে ১০৪৩ রান সংগ্রহ করেছেন।
গ্লেন ফিলিপস: ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন গ্লেন ফিলিপস। কিউয়ি তারকার বয়স হল ২৬ বছর।
টেস্ট কেরিয়ার: ১টি টেস্টে ৫২ রান করেছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫৭ রান করেছেন ও ৩টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৫৬টি ম্যাচে ১৩৬১ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন।
করুণ নায়ার: ১৯৯১ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন করুণ নায়ার। ভারতীয় তারকার বয়স হল ৩১ বছর।
টেস্ট কেরিয়ার: ৬টি টেস্টে ৩৭৪ রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ত্রিশতরানের নজির রয়েছে তাঁর।
ওয়ান ডে কেরিয়ার: ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৬ রান সংগ্রহ করেছেন।
আরও পড়ুন:- FIFA World Cup: ব্রাজিলের কাছে দল বিধ্বস্ত হতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ
আরপি সিং: ১৯৮৫ সালের ৬ ডিসেম্বর জন্ম হয় আরপি সিংয়ের। প্রাক্তন ভারতীয় তারকার বয়স হল ৩৭ বছর।
টেস্ট কেরিয়ার: ১৪টি টেস্টে ৪০টি উইকেট নিয়েছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৫৮টি ওয়ান ডে ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ১০টি ম্যাচে ১৫টি উইকেট সংগ্রহ করেছেন।
অ্যান্ড্রু ফ্লিন্টফ: ১৯৭৭ সালের ৬ ডিসেম্বর জন্ম হয় ইংল্যান্ডের প্রাক্তন অল-রাউন্ডারের। তাঁর বয়স হল ৪৫ বছর।
টেস্ট কেরিয়ার: ৭৯টি টেস্টে ৩৮৪৫ রান করেছেন। উইকেট নিয়েছেন ২২৬টি।
ওয়ান ডে কেরিয়ার: ১৪১টি ম্য়াচে ৩৩৯৪ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৬৯টি।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৭টি ম্যাচে ৭৬ রান করেছেন। উইকেট নিয়েছেন ৫টি।
For all the latest Sports News Click Here