Happy Birthday: একই দিনে জন্মানো ক্রিকেটের সপ্তরথীর কেরিয়ার চোখ ধাঁধাবে নিশ্চিত

৬ ডিসেম্বর তারিখটি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আলাদা করে চিহ্নিত হয়ে থাকবে সন্দেহ নেই। কেননা ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বহু ক্রিকেটার জন্মেছেন ঠিক এই দিনেই। তবে বাকিদের মধ্যে এমন সাতজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্মদিন এটি, যাঁদের কেরিয়ার ক্রিকেটপ্রেমীদের চোখ ধাঁধাবে নিশ্চিত। দেখে নেওয়া যাক ৬ ডিসেম্বর তারিকে জন্মেছেন কোন সাতজন আন্তর্জাতিক ক্রিকেটার। চোখ রাখা যাক তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারে।

জসপ্রীত বুমরাহ: ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন বুমরাহ। ভারতীয় পেসারের বয়স হল ২৯ বছর।
টেস্ট কেরিয়ার: ৩০টি টেস্টে ১২৮টি উইকেট নিয়েছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৭২টি ম্যাচে ১২১টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৬০টি ম্যাচে ৭০টি উইকেট নিয়েছেন।

রবীন্দ্র জাদেজা: ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারের বয়স হল ৩৪ বছর।
টেস্ট কেরিয়ার: ৬০টি টেস্টে ২৪২টি উইকেট নিয়েছেন এবং ২৫২৩ রান করেছেন।
ওয়ান ডে কেরিয়ার: ১৭১টি ম্যাচে ১৮৯টি উইকেট নিয়েছেন এবং ২৪৪৭ রান সংগ্রহ করেছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৬৪টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন এবং ৪৫৭ রান করেছেন।

আরও পড়ুন:- বল করেন না, তাও টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে অল-রাউন্ডারের তকমা দিলেন গাভাসকর

শ্রেস আইয়ার: ১৯৯৪ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন শ্রেয়স। ভারতীয় তারকার বয়স হল ২৮ বছর।
টেস্ট কেরিয়ার: ৫টি টেস্টে ৪২২ রান সংগ্রহ করেছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৩৭টি ওয়ান ডে ম্যাচে ১৪৫২ রান সংগ্রহ করেছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৪৯টি ম্যাচে ১০৪৩ রান সংগ্রহ করেছেন।

গ্লেন ফিলিপস: ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন গ্লেন ফিলিপস। কিউয়ি তারকার বয়স হল ২৬ বছর।
টেস্ট কেরিয়ার: ১টি টেস্টে ৫২ রান করেছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫৭ রান করেছেন ও ৩টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৫৬টি ম্যাচে ১৩৬১ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন।

করুণ নায়ার: ১৯৯১ সালের ৬ ডিসেম্বর জন্মেছেন করুণ নায়ার। ভারতীয় তারকার বয়স হল ৩১ বছর।
টেস্ট কেরিয়ার: ৬টি টেস্টে ৩৭৪ রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ত্রিশতরানের নজির রয়েছে তাঁর।
ওয়ান ডে কেরিয়ার: ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৬ রান সংগ্রহ করেছেন।

আরও পড়ুন:- FIFA World Cup: ব্রাজিলের কাছে দল বিধ্বস্ত হতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ

আরপি সিং: ১৯৮৫ সালের ৬ ডিসেম্বর জন্ম হয় আরপি সিংয়ের। প্রাক্তন ভারতীয় তারকার বয়স হল ৩৭ বছর।
টেস্ট কেরিয়ার: ১৪টি টেস্টে ৪০টি উইকেট নিয়েছেন।
ওয়ান ডে কেরিয়ার: ৫৮টি ওয়ান ডে ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ১০টি ম্যাচে ১৫টি উইকেট সংগ্রহ করেছেন।

অ্যান্ড্রু ফ্লিন্টফ: ১৯৭৭ সালের ৬ ডিসেম্বর জন্ম হয় ইংল্যান্ডের প্রাক্তন অল-রাউন্ডারের। তাঁর বয়স হল ৪৫ বছর।
টেস্ট কেরিয়ার: ৭৯টি টেস্টে ৩৮৪৫ রান করেছেন। উইকেট নিয়েছেন ২২৬টি।
ওয়ান ডে কেরিয়ার: ১৪১টি ম্য়াচে ৩৩৯৪ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৬৯টি।
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার: ৭টি ম্যাচে ৭৬ রান করেছেন। উইকেট নিয়েছেন ৫টি।

For all the latest Sports News Click Here 

Read original article here

Denial of responsibility! TechAI is an automatic aggregator around the global media. All the content are available free on Internet. We have just arranged it in one platform for educational purpose only. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials on our website, please contact us by email – [email protected]. The content will be deleted within 24 hours.