GT-র বিরুদ্ধে চিপকে হোম অ্যাডভান্টেজ পাবে CSK? নয়া যুক্তি সাজালেন ধোনিদের কোচ
এবারের আইপিএলের অনেক ফ্যাঞ্চাইজির নিজেদের হোম গ্রাউন্ডের পিচ নিয়ে মুখ খুলেছেন। বিশেষ করে কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা অভিযোগ করেন, আইপিএলে সব দল হোম অ্যাডভান্টেজ পেলেও কেকেআর তা পাচ্ছে না। ইডেনের পিচ নিয়ে মুখ খোলেন তিনি। চুপ করে বসে থাকেননি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও। বোর্ড থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে জানিয়েছেন তিনি।
নীতীশের পথে হেঁটেছেন দিল্লি ক্যাপিটালস দলে সহকারী কোচ শেন ওয়াটসন। তিনিও একই দাবি করেন। অজি কিংবদন্তিকে পাল্টা দিতে ছাড়েনি দিল্লি ক্রিকেট সংস্থা। ডিডিসিএ জানিয়ে দেয়, বিসিসিআইয়ের পক্ষ থেকে জাননো হয়েছে, ফ্র্যাঞ্চাইজির কোনও কথা না শুনতে। এবার সেই সেই পথে পা বাড়ালেন চেন্নাই সুপার কিংস দলের কোচ স্টিফেন ফ্লেমিং।
আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। নিজেদের ঘরের মাঠেই প্লেঅফের ম্যাচ খেলবেন ধোনিরা। কিন্তু তারপরও চিপকে হোম অ্যাডভান্টেজ পাবেন কিনা তা নিয়ে বেজায় চিন্তিত স্টিফেন। প্লেঅফে নামার আগে মহেন্দ্র সিং ধোনির দলের কোচ ফ্লেমিং বলেন, ‘এবারের পরিস্থিতিটা একেবারে আলাদা। আগের বছরগুলিতে একটা আন্দাজ পাওয়া যেত, কেমন পিচ হচ্ছে। বল টার্ন করবে কিনা। কিন্তু এবারের পরিস্থিতিটা আর কয়েক বছরের তুলনায় আলাদা। আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নয় প্লেঅফে পিচের ব্যাপারে।’
গত মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি চেন্নাই। প্লেঅফ পর্বে না উঠেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় ধোনির দলকে। অনেক সমালোচনা মুখে পড়তে হয় তাদের। কিন্তু এই মরশুমে চেনা ফর্মে পাওয়া গিয়েছে ধোনির দলকে। গত বছরের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন ফ্লেমিং। তিনি বলেন, ‘প্রতি বছর আলাদা আলাদা ফলাফল হয়। করোনার সময়েও আমরা ভেবেছিলাম বেশ কিছু ভুল হয়েছে আমাদের। কিন্তু তারপরও আমরা ভালো ফল করেছি। তবে গত বছর আমাদের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। প্লেঅফে জায়গা করতে পারিনি। তবে এবার আমরা নিজেদের সেই ফর্ম বজায় রেখেছি। নতুন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়ে তাদের প্রতিভা সামনে এনেছি। তাদের মধ্যে অন্যতম তুষার দেশপাণ্ডে। চোট-আঘাত এবং সুযোগ সবমিলিয়ে ও নিজেকে ভালো ভাবে তৈরি করেছে। এবারের আইপাএলে ধারাবাহিক পারফরম্যান্স করছে ও।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here