GT ফাইনালে উঠলেও ডেভিড মিলারের ফর্ম ভাবাবে হার্দিক পান্ডিয়াদের- আকাশ চোপড়া
আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটানসের পারফরম্যান্স দর্শনীয় ছিল। এই দলটি তাদের পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে। এছাড়াও এই মরশুমের প্লে অফে জায়গা করে নেওয়া প্রথম দল হয়ে উঠেছিল তারা। তবে কোয়ালিফায়ার ওয়ানের প্রথম ম্যাচে চেন্নাইয়ে খেলা ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে এই দলটিকে। আমরা আপনাকে বলি যে সিএসকে কোয়ালিফায়ার 1-এ গুজরাটের কাছে শোচনীয় পরাজয় হয়েছিল। এবং আরও একবার এই দলটি কোয়ালিফায়ার 2 ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল।
আরও পড়ুন… পাকিস্তানের হাল খারাপ, এশিয়া কাপ সরাতেই হবে, বিস্ফোরক কানেরিয়া
রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এই ম্যাচে ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন শুভমন গিলের সেঞ্চুরি দেখে সকলেই অবাক হয়েছেন এবং সকলেই তাঁর প্রশংসা করছেন। এই ম্যাচে ফাস্ট বোলার মোহিত শর্মাও পাঁচ উইকেট নিয়ে ছিলেন। এই ম্যাচ ৬২ রানে জিতেছে গুজরাট টাইটানস। এই জয়ে গুজরাট টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠেছে।
আরও পড়ুন… IPL এর প্লেঅফে প্রথমবার এমনটা হল! রিটায়ার্ড আউট হয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন সাই সুদর্শন
তবে এই ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে গুজরাট টাইটানসের ব্যাটিং নিয়ে কথা বলার সময় আকাশ চোপড়া বলেছিলেন যে ডেভিড মিলারের ফর্ম এই দলের জন্য মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি এই খেলোয়াড়।
আরও পড়ুন… এটা তো টেনিস ক্রিকেটের ছয়! শুভমনের ছক্কা দেখে অবাক রোহিত, গাভাসকর-বিশপের গলায় বিস্ময়ের সুর
ডেভিড মিলারের তারকা এখনও খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই কথাটাই তুলে ধরেছেন আকাশ চোপড়া। ক্রিকেটের চৌপাল শোতে, আকাশ চোপড়া বলেছিলেন যে, গত কয়েক ম্যাচে এই দল আমাকে কিছুটা অবাক করেছে। সাধারণত এই দলের ব্যাটিং অর্ডারে তেমন একটা গোলমাল না হলেও গত কয়েক ম্যাচে তা হয়েছে। যদিও বিজয় শঙ্কর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করেছেন এবং তিনি হাফ সেঞ্চুরিও করেছেন। সে খুব ভালো ব্যাটিং করেছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এর পাশাপাশি ডেভিড মিলার ও হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে কথা বলেছেন আকাশ চোপড়া। তিনি বলেছিলেন যে হার্দিক পান্ডিয়া চেন্নাইয়ের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তবে তিনি ভালো ফর্মে নেই। চলতি মরশুমে ৩০০ রানও করতে পারেননি তিনি। ডেভিড মিলারের তারকাও অধঃপতন। তার ফর্মে না থাকাটাও গুজরাট দলের জন্য উদ্বেগের বিষয়। আমরা আপনাকে বলি যে গুজরাট দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2 তে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছিল এর জবাবে ১৮.২ ওভারে ১৭১ রানেই শেষ হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ৬২ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় গুজরাট। ৬০ বলে ১২৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন শুভমন গিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here