Gokulam Kerala vs Mohammedan LIVE: বাঁশি রেফারির, জিতলেই ইতিহাস মহামেডানের
Gokulam Kerala vs Mohammedan SC Live Updates: পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়বে মহামেডান স্পোর্টিং? নাকি
টানা দু’বার আই লিগ জয়ের নজির গড়বে গোকুলাম কেরালা এফসি? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। যুবভারতীতে শুরু হয়েছে আই লিগের (I League 2021-22) ‘ফাইনাল’ ম্যাচ। এই ম্যাচে জিতলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মহামেডান। ড্র করলেই আই লিগ ট্রফি ফের যাবে কেরালায়।
ওপেন খেলা হচ্ছে যুবভারতীতে
ওপেন খেলা হচ্ছে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে খেলা হচ্ছে। আপাতত ম্যাচের ফলাফল ০-০।
৩৭,০০০ হাজার দর্শক এসেছেন যুবভারতীতে
ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে ৩৭,০০০ হাজার দর্শক এসেছেন যুবভারতীতে। সেই দর্শকদের সামনে ইতিহাস গড়তে পারবে মহামেডান?
দুর্ধর্ষ আক্রমণ গোকুলামের, ভালো ডিফেন্ডিং মহামেডানের
৬ মিনিট: দুর্ধর্ষ আক্রমণ গোকুলামের। মহামেডানের ডিফেন্সকে চাপে ফেলে দেয়। দৌড়টা দারুণ অ্যালেক্স সাজির। তবে শেষে ভালো ডিফেন্ডিং ওয়েন ভাজের। কর্নার গোকুলামের।
দুর্বল শট মার্কাসের, সমস্যা হল না মহামেডানের
৪ মিনিট: বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিক মহামেডানের। তবে তেমন ভালো হল না। বল ক্লিয়ার করতে পারেনি গোকুলাম। সুযোগ আসে মার্কাসের কাছে। তবে দুর্বল শট অনায়াসে ধরে নেন গোকুলাম গোলকিপার।
গোকুলামের পরীক্ষা নিল মহামেডান
৩ মিনিট: উলটো দিকে দারুণ সুযোগ মহামেডানের। গোকুলামের ডিফেন্সে ফাঁক বের করে ফেলেছিল। মার্কাস জোসেফ চাপে ফেলে দেন গোকুলামকে।
বাজল বাঁশি, আই লিগ জয়ের লক্ষ্যে লড়াই শুরু মহামেডানের
Gokulam Kerala vs Mohammedan SC Live Updates: পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়বে মহামেডান স্পোর্টিং? নাকি টানা দু’বার আই লিগ জয়ের নজির গড়বে গোকুলাম কেরালা এফসি? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। যুবভারতীতে শুরু হয়েছে আই লিগের (I League 2021-22) ‘ফাইনাল’ ম্যাচ। এই ম্যাচে জিতলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মহামেডান। ড্র করলেই আই লিগ ট্রফি ফের যাবে কেরালায়।
‘এটা আমাদের জীবনের ম্যাচ’, বললেন মহামেডান কোচ
‘ফাইনাল’ শুরুর আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা আমাদের জীবনের ম্যাচ। আমরা খেতাবের জন্য লড়াই করছি।’
আই লিগ জয়ের লক্ষ্যে মহামেডানের প্রথম এগারো কী হল?
মহামেডান স্পোর্টিংয়ের প্রথম একাদশ: মহামেডান স্পোর্টিংয়ের প্রথম একাদশ: জোথান মাওইয়া, সইফুল রহমান, ওয়েন ভাজ, শাহের শাহিন, মনোজ মহম্মদ, মনোজ মহম্মদ, আশির আখতার, নিকোলা (অধিনায়ক), আন্দেলো রুডোভিচ, শেখ ফৈয়াজ, ব্রেন্ডন ভানলালরেমডিকা এবং মার্কাস জোসেফ
আই লিগের স্বপ্ন মহামেডানের
প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসির চাই এক পয়েন্ট। মহামেডান স্পোর্টিংয়ের তিন পয়েন্ট চাই। সেই তিন পয়েন্ট পেলেই নিজেদের ইতিহাসে প্রথমবার আই লিগ জিতবে সাদা-কালো ব্রিগেড। সেইসঙ্গে মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় দল হিসেবে আই লিগ ট্রফি ঢুকবে মহামেডান স্পোর্টিংয়ের তাঁবুতে (আই লিগ নাম হওয়ার পর জাতীয় লিগ জেতেনি ইস্টবেঙ্গল)।
ইতিহাস গড়তে পারবে মহামেডান?
Gokulam Kerala vs Mohammedan LIVE Updates: ইতিহাসের মুখে দাঁড়িয়ে আছে মহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবার আই লিগ জয়ের সুযোগ আছে সাদা-কালো ব্রিগেডের সামনে। ভার্চুয়াল ফাইনালে প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। যে দল ড্র করলেই আই লিগ জিতে যাবে।
For all the latest Sports News Click Here