FRA vs DEN FIFA WC 2022 Live: ডেনমার্ককে জিততেই হবে পরিস্থিতি, দেশঁর অঙ্ক নকআউট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে ফ্রান্সের। খেতাব দৌড়ে অন্যতম দাবিদার গত বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে এমবাপেকে। এ দিকে থিয়েরি অঁরির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অলিভিয়ের জিরু। নজর কেড়েছেন গ্রিজম্যানও। বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোটে জর্জরিত ফ্রান্স। পল পোগবা, এনগেলো কন্তে, করিম বেঞ্জেমা আগেই ছিটকে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গেলেন লুকাস হার্নান্ডেজও। কিন্তু তার প্রভাব প্রথম ম্যাচে পড়েনি। তবে সেমিফাইনালের পথে আজ ফরাসিদের বাধা ডেনমার্ক।
ফ্রান্সের প্রথম একাদশ
দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। ভারানে দলে ফিরেছেন।
ফ্রান্সের টিম- হুগো লরিস (গোলকিপার এবং অধিনায়ক), জুলস কাউন্দে, রাফালে ভারানে, দায়ত উপমেকানো, থিও হার্নান্ডেজ, আদ্রিয়েন ব়্যাবিয়ট, অরেলিয়েঁ শৌমেনি, আতোয়াঁ গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিহু, কিলিয়ান এমবাপে।
জেনমার্ককে বাড়তি সমীহ দেশঁর
প্রথম ম্যাচে এরিকসেনরা আটকে গেলেও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দিদিয়ের দেশঁ। চলতি বছর ফ্রান্সকে দু’বার হারিয়েছে ডেনমার্ক। টিকে থাকতে গেলে এরিকসেনদের আজ জিততেই হবে। সেটাই কিছুটা হলেও চিন্তায় রাখছে ফ্রান্স শিবিরকে। দিদিয়ের দেশঁ বলেছেন, ‘ডেনমার্ক কখন যে কী ঘটিয়ে ফেলবে কেউ জানে না। তাই ওদের হালকাভাবে নেওয়া যায় না। চলতি বছর আমাদের দু’বার হারিয়েছে। তাই সতর্ক না হয়ে উপায় নেই।’
ডেনমার্কের হাল
তিউনিসিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় ফরাসিদের হারাতেই হবে ক্রিশ্চিয়ান এরিকসেনদের। ডিফেন্স মজবুত হলেও ড্যানিশ আক্রমণভাগ নিয়ে প্রশ্ন উঠছে। তবে আজ হারলে কিন্তু চাপে পড়ে যাবে ডেনমার্ক।
কাতার বিশ্বকাপে ওঠার যোগ্যতাপর্বের লড়াইয়ে ডেনমার্ক ১০টি ম্যাচ খেলে জিতেছিল ৯টি-তে, হার ১টিতে। পুরোপুরি অপ্রতিরোধ্যে দেখায় ড্যানিশদের। কিন্তু কাতারে নেমে তিউনিসিয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে ড্যানিশরা কিছুটা চাপে পড়ে গিয়েছে।
ফ্রান্সের পরিস্থিতি
করিম বেঞ্জেমা নেই, কন্তে-পোগবাও নেই। এত তারকা-মহাতারকা কাতারে না খেললেও, চলতি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে ফ্রান্স। গত বারের চ্যাম্পিয়ন ফরাসিরা তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয়। এ বার ফরাসিদের সামনে ড্যানিশরা। এই দুই ইউরোপিয়ান শক্তির লড়াই জমে যাওয়ার সব মশলাই কিন্তু থাকছে আজকের ম্যাচে। ডেনমার্ককে হারাতে পারলে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের।
For all the latest Sports News Click Here