Football News LIVE: ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ার ও এশিয়ান গেমসে সহজ গ্রুপে ভারত
FIFA World Cup Qualifier, Asian Cup Qualifier and Asian Games Draw Live Updates: ভারত এবং এশিয়ার ফুটবলের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজ কুয়ালামপুরে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাই-পর্বের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ড্র হতে চলেছে। সেইসঙ্গে ২০২৭ সালের এশিয়ান কাপের ড্রও অনুষ্ঠিত হবে। আবার চিনে এশিয়ান গেমসের ফুটবলের ড্র হতে চলেছে। সেই তিনটি মেগা ফুটবল প্রতিযোগিতার ড্রয়ের লাইভ আপডেট, ভারত কোন গ্রুপে পড়ল, তা দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
Asian Games 2023 Football Draw LIVE: এশিয়ান গেমসে কঠিন গ্রুপে ভারতীয় মহিলা দল
এশিয়ান গেমসে ভারতের মহিলা ফুটবল দল গ্রুপ ‘বি’-তে আছে। সেই গ্রুপে আছে থাইল্যান্ড এবং চাইনিজ তাইপেই। ভারতীয় মহিলা দলের কাজটা খুব একটা সহজ নয়। কারণ সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, চাইনিজ তাইপেই আছে ৩৭ নম্বরে। থাইল্যান্ড আছে ৪৪ নম্বরে। ভারত আছে ৬০ নম্বরে।
Asian Games 2023 Football Draw LIVE: এশিয়ান গেমসে বাংলাদেশ, চিনের গ্রুপে সুনীলরা
২০২৩ সালের এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’-তে আছে ভারতীয় পুরুষ ফুটবল দল। সুনীল ছেত্রীদের সঙ্গে আছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ভারতের আগে একমাত্র চিন আছে। তবে চিন যে অনেকটা এগিয়ে, তা নয়। চিন আছে ৮০ নম্বরে। ভারত আছে ৯৯ নম্বরে। বাংলাদেশ আছে ১৮৯ নম্বরে। মায়ানমার আছে ১৬০ নম্বরে।
৮০World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘আই’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘আই’-তে আছে অস্ট্রেলিয়া, প্যালেস্তাইন, লেবানন এবং মালদ্বীপ বা বাংলাদেশ।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘এইচ’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এইচ’-তে আছে সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, ইয়েমেন বা শ্রীলঙ্কা এবং নেপাল বা লাওস।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘জি’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘জি’-তে আছে সৌদি আরব, জর্ডন, তাজিকিস্তান এবং কম্বোডিয়া বা পাকিস্তান।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘এফ’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এফ’-তে আছে ইরাক, ভিয়েতনাম, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া বা ব্রুনেই।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘ই’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘ই’-তে আছে ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং হংকং বা ভুটান।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘ডি’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘ডি’-তে আছে ওমান, কিরঘিজস্তান, মালয়েশিয়া এবং চাইনিজ তাইপেই বা তিমুর।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘সি’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘সি’-তে আছে দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর বা গুয়াম।
World Cup 2026 Qualifiers Draw LIVE: গ্রুপ ‘বি’-তে কারা আছে?
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘বি’-তে আছে জাপান, সিরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মায়ানমার বা ম্যাকাউ।
World Cup 2026 Qualifiers Draw LIVE: কাতার থাকলেও বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরের রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ ভারতের কাছে
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় শক্তিশালী দল হল ভারত। সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, কাতার আছে ৫৯ নম্বরে। ভারত আছে ৯৯ নম্বরে। কুয়েত আছে ১৩৭ নম্বরে। আফগানিস্তান আছে ১৫৭ নম্বরে। মঙ্গোলিয়ার অবস্থান ১৮৩ নম্বর স্থানে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে তৃতীয় রাউন্ডে উঠবে দুটি দল। সেই মোতাবেক তৃতীয় রাউন্ডে উঠতে ভারতের সমস্যা হবে না।
World Cup 2026 Qualifiers Draw LIVE: বিশ্বকাপের কোয়ালিফায়ারে ভারতের গ্রুপে কাতার
প্রথম পট থেকে প্রথমেই নাম উঠল কাতারের। অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে জায়গা করে নিল। অর্থাৎ গ্রুপের চারটি দল দাঁড়াল – কাতার, ভারত, কুয়েত এবং আফগানিস্তান বা মঙ্গোলিয়া।
World Cup 2026 Qualifiers Draw LIVE: বিশ্বকাপের কোয়ালিফায়ারে কুয়েতের গ্রুপে ভারত
দ্বিতীয় পটেই শুরুতেই নাম উঠল ভারতের। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডে কুয়েতের সঙ্গে গ্রুপ ‘এ’-তে থাকবে ভারত। সেইসঙ্গে আফগানিস্তান বা মঙ্গোলিয়ার জয়ী দলও সেই গ্রুপে থাকবে।
World Cup 2026 Qualifiers Draw LIVE: তৃতীয় পটের ড্র
তৃতীয় নাম উঠল থাইল্যান্ডের। গ্রুপ সি’তে খেলবে। চতুর্থ নাম উঠল মালয়েশিয়ার। গ্রুপ ডি’তে খেলবে। পঞ্চম নাম উঠল তুর্কমেনিস্তানের। গ্রুপ ই’তে খেলবে। ষষ্ঠ নাম উঠল ফিলিপিন্সের। সপ্তম নাম উঠল তাজিকিস্তান।
World Cup 2026 Qualifiers Draw LIVE: চলছে তৃতীয় পটের ড্র
তৃতীয় পট থেকে ড্র চলছে। প্রথম নাম উঠল কুয়েতের। গ্রুপ ‘এ’-তে থাকবে কুয়েত। দ্বিতীয় নাম উঠল উত্তর কোরিয়ার। গ্রুপ বি’তে খেলবে।
World Cup 2026 Qualifiers Draw LIVE: কোন গ্রুপের চতুর্থ দল কারা হবে?
গ্রুপ ‘এ’-র চতুর্থ স্থানে থাকবে আফগানিস্তান বা মঙ্গোলিয়া। গ্রুপ ‘বি’-র চতুর্থ স্থানে থাকবে মায়ানমার বা ম্যাকাউ। গ্রুপ ‘সি’-র চতুর্থ স্থানে থাকবে সিঙ্গাপুর বা গুয়াম।
World Cup 2026 Qualifiers Draw LIVE: ২০২২ সালের বিশ্বকাপে দারুণ ফল এশিয়ার দলগুলির
২০২২ সালের কাতার বিশ্বকাপে এশিয়ার দলগুলি দারুণ খেলেছিল। প্রথমবার এশিয়ার তিনটি দল নক-আউট রাউন্ডে গিয়েছিল – অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া। যে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা।
Football News LIVE: শুরু বিশ্বকাপের বাছাই পর্বের ড্র
শুরু হল ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ড্র এবং ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের ড্র। ২০২৭ সালের এশিয়ান কাপ হবে সৌদি আরবে। আর যৌথভাবে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।
World Cup 2026 Qualifiers Draw LIVE: একটু পরেই শুরু বিশ্বকাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ড্র
২০২৬ সালের বিশ্বকাপ: বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ড্র শুরু হবে একটু পরেই। দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকে শুরু হবে। মালয়েশিয়ার সময় অনুযায়ী, বিকেল চারটে থেকে ড্র শুরু হচ্ছে।
World Cup 2026 Qualifiers Draw LIVE: ৩টি থেকে ড্র হবে দ্বিতীয় রাউন্ডের, ভারত দ্বিতীয় পটে
২০২৬ সালের বিশ্বকাপ: দ্বিতীয় রাউন্ডের বাছাই-পর্বের জন্য তিনটি পট করা হয়েছে। ভারত আছে দ্বিতীয় পটে।প্রথম পট: জাপান (২০), ইরান (২২), অস্ট্রেলিয়া (২৭), দক্ষিণ কোরিয়া (২৮), সৌদি আরব (৫৪), কাতার (৫৯), ইরাক (৭০), সংযুক্ত আরব আমিরশাহি (৭২) এবং ওমান (৭৩)।দ্বিতীয় পট: উজবেকিস্তান (৭৪), চিন (৮০), জর্ডন (৮২), বাহারিন (৮৬), সিরিয়া (৯৪), ভিয়েতনাম (৯৫), প্যালেস্তাইন (৯৬), কিরঘিস্তান (৯৭) এবং ভারত (৯৯)।তৃতীয় পট: লেবানন (১০০ঝ, তাজিকিস্তান (১১০), থাইল্যান্ড (১১৩), উত্তর কোরিয়া (১১৫), ফিলিপিন্স (১৩৫), মালয়েশিয়া (১৩৬), কুয়েত (১৩৭), তুর্কেনিস্তান (১৩৮) এবং হংকং (১৪৯)
World Cup 2026 Qualifiers Draw LIVE: ফিফা বিশ্বকাপের বাছাই-পর্বের প্রথম রাউন্ডের ড্র, বাংলাদেশ ও পাকিস্তান কার বিরুদ্ধে খেলবে?
ইতিমধ্যে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাই-পর্বের প্রথম রাউন্ডের ড্র হয়ে গিয়েছে। বাছাই-পর্বের প্রথম রাউন্ডের ম্যাচের তালিকা– আফগানিস্তান বনাম মঙ্গোলিয়া, মালদ্বীপ বনাম বাংলাদেশ, সিঙ্গাপুর বনাম গুয়াম, ইয়েমেন বনাম শ্রীলঙ্কা, মায়ানমার বনাম ম্যাকাউ, কম্বোডিয়া বনাম পাকিস্তান, চাইনিজ তাইপেই বনাম তিমুর, ইন্দোনেশিয়া বনাম ব্রুনেই, হংকং বনাম ভুটান, নেপাল এবং লাওস।
World Cup 2026 Qualifiers Draw LIVE: কীভাবে ফিফা বিশ্বকাপে খেলতে পারবে ভারত?
২০২৬ সালের বিশ্বকাপে খেলার জন্য এএফসির ৪৬টি দল লড়াই করবে। প্রথম রাউন্ডে ২০টি দল খেলবে। প্রথম রাউন্ডে যে ১০টি দল জিতবে, সেই ১০টি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। ফিফা ক্রমপর্যায়ের ভিত্তিতে যে দ্বিতীয় রাউন্ডে ইতিমধ্যে ২৬টি দল আছে। অর্থাৎ বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডে মোট ৩৬টি দল খেলবে। ওই ৩৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের দলগুলি নিজেদের মধ্যে হোম-অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড-রবিন ফর্ম্যাটে ম্যাচ খেলবে। যে ম্যাচগুলি আগামী নভেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত চলবে। ন’টি গ্রুপের বিজয়ী এবং দ্বিতীয় দলকে নিয়ে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলা হবে। ১৮টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে (২০২৪ সালে ড্র হবে)। প্রতিটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দলগুলি সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পাবে। বাকি দুটি দল নির্ধারিত হবে চতুর্থ রাউন্ডের মাধ্যমে। আর একটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফের টিকিট পাবে। অর্থাৎ এভাবে ভারত বিশ্বকাপের টিকিট পেতে পারে। যে কাজটা অত্যন্ত কঠিন।
FIFA World Cup 2026 Qualifiers Draw LIVE: এশিয়া থেকে বিশ্বকাপে সরাসরি কটি দল উঠবে?
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে সরাসরি আটটি দল বিশ্বকাপের টিকিট পাবে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের টিকিট পাবে একটি দল। সেজন্য আজ কুয়ালামপুরে এএফসি হাউসে বাছাই-পর্বের ড্র অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে প্রথম রাউন্ডের বাছাই-পর্বের ড্র হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় রাউন্ডের ড্র হবে।
Football News LIVE: বিশ্বকাপ, এশিয়ান কাপ, এশিয়ান গেমসের ড্র আজ
ভারত এবং এশিয়ার ফুটবলের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজ কুয়ালামপুরে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাই-পর্বের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ড্র হতে চলেছে। সেইসঙ্গে ২০২৭ সালের এশিয়ান কাপের ড্রও অনুষ্ঠিত হবে। আবার চিনে এশিয়ান গেমসের ফুটবলের ড্র হতে চলেছে। সেই তিনটি মেগা ফুটবল প্রতিযোগিতার ড্রয়ের লাইভ আপডেট, ভারত কোন গ্রুপে পড়ল, তা দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
For all the latest Sports News Click Here