FIH Junior Women’s World Cup: সেমিতে ডাচেদের কাছে ০-৩ হেরে স্বপ্নভঙ্গ ভারতের
গোটা টুর্নামেন্টে লড়াই করেও, সেমিফাইনালে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে ৩-০ হেরে ভারতীয় জুনিয়র মহিলা হকি দলের স্বপ্নভঙ্গ হল। রবিবার এফআইএইচ হকি মহিলা জুনিয়র বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ছিটকে যেতে হল হকির ভারতীয় দলকে। টেসা বিটসমা (১২’), লুনা ফোকে (৫৩’) এবং জিপ ডিকের (৫৪’) গোলের সৌজন্যে নেদারল্যান্ডস ফাইনালে উঠে গেল।
বিরতিতে ১-০ এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু বিরতির পর হয় আরও ২ গোল। যে দাপটের সঙ্গে জুনিয়র বিশ্বকাপে লড়াই শুরু করেছিল ভারত, সেমিতে তা অনেকটাই ম্লান দেখায়।
এদিকে ডাচরা এ দিন দুর্দান্ত ছন্দে ছিল। প্রচুর পাস খেলে আক্রমণে উঠেছে তারা। গোলও পেয়েছে। ভারতীয় রক্ষণকে রীতিমতো ল্যাজেগোবরে করেছে। ম্যাচের সেরা খেলোয়াড় টেসা বিটসমা ১২মিনিটে দুর্দান্ত গোল করে ডাচদের ১-০ এগিয়ে দেন।
এর কয়েক মিনিট পর, নেদারল্যান্ডস আরও একটি গোলে এগিয়ে যেতে পারত। কিন্তু আক্রমণকারীর ব্যাক স্টিক থেকে শটটি হওয়ায়, আম্পায়ার গোলটি নাকচ করে দেন। তবে ভারতীয় রক্ষণ গোল আটকানোর মরিয়া চেষ্টা করেও কোনও লাভ হয়নি।
হাফ টাইমের পরে নেদারল্যান্ডস যেন আক্রমণের ঝাঁজ বাড়ায়। সেই লড়াইয়ের সঙ্গে এঁটে উঠতে পারেনি ভারত। তৃতীয় কোয়ার্টারের প্রথম কয়েক মিনিটে তারা আরও একটি গোল পেয়ে যেত, যদি না গোলরক্ষক বিচু দেবী ভালো সেভ করতেন।
তবে ম্যাচের ৫৩ এবং ৫৪ মিনিটে পরপর দু’টি গোল করেন যথাক্রমে লুনা ফোকে এবং জিপ ডিকের। আর এই দু’টি গোলের পর ভারতের যাবতীয় লড়াই শেষ হয়ে যায়। এখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। ১২ এপ্রিল ভারত ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে নামবে।
For all the latest Sports News Click Here