FIFA World Cup 2022 ESP vs JPN Live: মোরাতার ইতিহাস, বিরতিতে ১-০ এগিয়ে স্পেন
লাইভ আপডেটস
Updated: 02 Dec 2022, 01:19 AM IST
Tania Roy
ই গ্রুপে স্পেনের পয়েন্ট সবচেয়ে বেশি। ৪ পয়েন্ট তাদের। জাপান আর কোস্টারিকার ৩ করে। ১ পয়েন্ট নিয়ে জার্মানি গ্রুপের লাস্টবয়। তবে ৪ পয়েন্ট নিয়েও কিন্তু ছিটকে যেতে পারে স্পেন। তেমনই ১ পয়েন্ট পাওয়া জার্মানিরও সুযোগ আছে নকআউটে যাওয়ার। মোদ্দা কথা, এই গ্রুপের চার দলেরই শেষ ষোলোয় ওঠার পথ খোলা রয়েছে।
লুইস এনরিকের স্পেন শুরুটা করেছিল অবিশ্বাস্য ভাবে, কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে। কিন্তু জার্মানির সঙ্গে দ্বিতীয় ম্যাচে ড্র করায় তাদের শঙ্কাটা রয়েই গিয়েছে। তবে আজ জাপানের বিপক্ষে ড্র করলেই চলবে তাদের। জিতলে তো কথাই নেই। হারলে অঙ্কের হিসেবের দিকে তাকিয়ে থাকতে হবে।
জাপানের বিরুদ্ধে স্পেন খেলতে নামবে। যে জাপান নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল। তারা এ দিন ম্যাচ জিতলেই সোজা নকআউটে যাবে। তাই হাল তারা ছাড়বে না। দুই দল এর আগে মাত্র একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০২১ সালে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন।
বিরতি
প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে ১-০ এগিয়ে স্পেন। জাপান সে ভাবে আক্রমণেই ওঠেনি। তাই তাদের গোলের মুখ খোলার প্রশ্ন ওঠে না। তবে স্পেনকেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে হবে। না হলে সমস্যা হতে পারে।
১ মিনিট ইনজুরি টাইম
প্রথমার্ধে নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ১ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে।
স্পেনের আক্রমণ
৪৩ মিনিট: ওলমো গোল লক্ষ্য করে শট নেন। তবে তানিগুচি স্লাইড করে আটকে দেন। জাপান রক্ষণ সামলাতে সামলাতে ক্লান্ত। এই ভাবে জাপান আর কতক্ষণ আটকে রাখতে পারবে স্পেনকে?
আরও একটি গোল চাই স্পেনের
৩০ মিনিট: স্পেন চারপাশে পাস খেলে চলেচে। নিজেদের মধ্যে তারা এত পাস খেলছে, জাপানি প্লেয়াররা বলের পিছনে ধাওয়া করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। তবে স্পেন যদি গোলের ব্যবধান না বাড়ায়, তা হলে কিন্তু চাপ আছে এনরিকের ছেলেদের। কারণ জাপান কিন্তু রক্ষণাত্মক খেলতে খেলতেই, প্রতি আক্রমণে উঠে একটু বা দু’টি সুযোগ তৈরি করে গোল করে দেয়। এটাই তাদের খেলার ধরন।
ফ্রান্স আক্রমণাত্মক
২৩ মিনিট: জাপানকে চাপেই রেখেছে স্পেন। মোরাতা খুব অ্যাক্টিভ ফুটবল খেলছেন। গোন্ডাকে একটুি দুরন্ত পাস বাড়িয়েছিলেন মোরাতা। ভালো চেষ্টা করেছিলেন গোন্ডা। কিন্তু গোল হল না।
খেই হারিয়েছে জাপান
১৮ মিনিট: শুরুতেই গোল খেয়ে খেই হারিয়ে ফেলেছে জাপান। আসলে জাপানের পায়ে বলই রাখতে দিচ্ছে না স্পেন। তারা যে পাস খেলে কাউন্টার অ্যাটাকে উঠবে, সেই সুযোগটাই দিচ্ছেন না এনরিকের ছেলেরা। তাই এখনও পর্যন্ত জাপানের তরফে সে ভাবে কোনও আক্রমণ দেখা যায়নি।
গোওওওওওলললললল- মোরাতার গোলে এগিয়ে গেল স্পেন
১২ মিনিট: হেডারে দুরন্ত গোল মোরাতার। উইলিয়ামসের থেকে পাস পেয়ে অরক্ষিত অবস্থায় থাকা মোরাতা হেডে গোল করে যান। জাপান গোলকিপারের কিছুই করার ছিল না। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করে ইতিহাস লিখে ফেলল আলভারো মোরাতা।
আক্রমণাত্মক ফুটবল দুই দলের
১০ মিনিট: মোরাতা ভালো হেড করেছিলেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। আক্রমণ ও প্রতি আক্রমণে স্পেন এবং জাপান ম্যাচের প্রথম দশ মিনিট জমজমাট।
খেলা শুরু
স্পেন-জাপান ম্যাচ শুরু। ড্র করলেই নকআউটে চলে যাবে স্পেন। জাপান না জিতলে, অঙ্কটা একটু জটিল হবে।
জাপান- কোস্টারিকার নকআউটের অঙ্ক
বর্তমানে জাপান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। স্পেনের বিরুদ্ধে জাপান জিততে পারলে গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টারে যাবে তারা। তবে তারা যদি ম্যাচ হেরে যায়, তা হলে তারা ছিটকে যাবে। যদি জাপান ড্র করে এবং কোস্টারিকা-জার্মানির ম্যাচ ড্র হয় তাহলে জাপান পরবর্তী রাউন্ডে যাবে গোল ব্যবধানে। এ দিকে জাপান যদি ম্যাচ ড্র করে এবং কোস্টারিকা জিতে যায়, তাহলে জাপান ছিটকে যাবে।
এ দিকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে কোস্টারিকা। কোস্টারিকা যদি জেতে তা হলে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে যাবে। এ দিকে যদি কোস্টারিকা ড্র করে, তাহলে তাদের পরবর্তী রাউন্ডে যেতে হলে জাপানকে হারতে হবে। যদি জাপান এবং কোস্টারিকা, দুই দলই ড্র করে তা হলে গোল ব্যবধানে পরবর্তী রাউন্ডের টিকিট নির্ধারণ হবে।
স্পেনও কিন্তু চাপে থাকবে
বর্তমানে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে স্পেন। যদি জাপানের বিরুদ্ধে স্পেন জিতে যায়, তা হলে তারা গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাবে। এ দিকে যদি স্পেন ড্র করে এবং জার্মানির বিরুদ্ধে কোস্টারিকা জিতে যায়, তাহলে লুইস এনরিকের দল গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফাই করবে প্রি কোয়ার্টারের জন্য। তবে স্পেন যদি জাপানের কাছে হেরে যায় এবং অপর দিকে কোস্টারিকা হারিয়ে দেয় জার্মানিকে, তা হলে স্পেন ছিটকে যাবে। এদিকে স্পেন হারলেও, যদি কোস্টারিকার বিরুদ্ধে জার্মানি জেতে তা হলেও স্পেন পরবর্তী পর্বে যাবে।
জার্মানির নকআউটে ওঠার অঙ্কটা খুবই জটিল
গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি। গ্রুপ ই-তে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে জার্মানি। তাদের পয়েন্ট দুই ম্যাচে ১। তাদের এ দিন শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের রেজাল্টের উপর।
পরবর্তী রাউন্ডে যেতে হলে, প্রথম শর্ত হিসেবে জার্মানিকে জিততে হবে কোস্টারিকার বিরুদ্ধে। অন্য দিকে জাপানকে হারতে হবে স্পেনের বিরুদ্ধে। যদি জাপান স্পেনের সঙ্গে ড্র করে, তা হলে জার্মানিকে দুই বা তার অধিক গোলের ব্যবধানে জিততে হবে পরবর্তী রাউন্ডের টিকিট পেতে হলে।
For all the latest Sports News Click Here