FIFA World Cup 2022: রাতেই কাতার বিশ্বকাপের চূড়ান্ত ড্র
শুভব্রত মুখার্জি: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত ড্রয়ের অনুষ্ঠান। যে অনুষ্ঠানের দিকে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে খেলতে চলা অংশগ্রহণকারীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার অপেক্ষা গ্রুপ পর্যায়ের প্রতিপক্ষ জানার। গ্রুপ পর্যায়ে কোন কোন দেশের বিরুদ্ধে লড়াই করে তবেই নক আউট পর্যায়ের টিকিট নিশ্চিত করতে পারেন লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার জুনিয়ররা তা আজ চূড়ান্ত হবে।
ভারতীয় সময় রাত সাড়ে ৯ টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। কাতার বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে এর আনুষ্ঠানিকতা। মাত্র একদিন আগেই বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’ উন্মোচন করা হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। কোন দল কোন গ্রুপে পড়বে, কে কার প্রতিপক্ষ হবে, আজ রাতেই তা নির্ধারিত হয়ে যাবে। কাতারের রাজধানী দোহায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।
বিশ্বকাপে অংশগ্রহণ নিচ্ছে ৩২টি দল। কিন্তু ড্রয়ের আগে সবগুলো দলের নাম পাচ্ছে না ফিফা। করোনার কারণে বাছাইপর্বের অনেক ম্যাচ পিছিয়েছে। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও দুটি আন্তমহাদেশীয় এবং ইউরোপের একটি প্লে অফের নিষ্পত্তি হবে আগামী জুনে। ফলে ২৯টি দলের নাম সঙ্গে রেখে এবং ৩টি দলের জায়গা ফাঁকা রেখেই এই অনুষ্ঠান করবে ফিফা।
৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হবে। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর নাম ৪টি পাত্রে (পটে) রাখা হবে। স্বাগতিক হিসেবে কাতারকে রাখা হয়েছে ১ নম্বর পাত্রে। ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে যে তারা বিশ্বকাপে ‘এ’ গ্রুপেই খেলবে। ১ নং পাত্রে রয়েছে কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।
২ নম্বর পটে রয়েছে : মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া। ৩ নম্বর পটে স্থান পেয়েছে : সেনেগল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়া। ৪ নম্বর পটে রয়েছে ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন, কোস্টারিকা/ নিউজিল্যান্ড, পেরু/ অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরশাহি। আজ রাতেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কোন দল কোন গ্রুপে খেলবে কাতার বিশ্বকাপে।
For all the latest Sports News Click Here