FIFA World Cup 2022: পাঁজরের হাড়ে চিড় দানিলোর- বড় ধাক্কা খেল রোনাল্ডোর টিম
কাতার বিশ্বকাপের সঙ্গে চোট-আঘাত যেন একেবারে সমার্থক হয়ে উঠেছে। বিশ্বকাপের আগে থেকেই এই চোট সমস্যা শুরু হয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে একের পর এক চোট প্রভাব ফেলেছে। বিভিন্ন দলগুলো তাদের তারকা ফুটবলারদের একের পর এক ধাক্কা। এ বার সেই ঢেউ আছড়ে পড়ল পর্তুগাল টিমে।
সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। তার আগে চাপে পড়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম। অনুশীলনে চোট পেয়ে গ্রুপের বাকি দুই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন দলের সেন্টারব্যাক দানিলো পেরেরা।
আরও পড়ুন: হেরে নিজেদের লড়াই কঠিন করল জাপান, জার্মানির সুবিধে করল কোস্টারিকা
শনিবার দিনই অনুশীলনে গুরুতর চোট পান দানিলো। নিজের দলেরই এক প্লেয়ারের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান তিনি। বুকে যন্ত্রণা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে, দানিলোর পাঁজরের হাড়ে চিড় ধরেছে। যার জেরে গ্রুপ স্টেজে তাঁকে পাওয়ার কার্যত আর কোনও সম্ভাবনা নেই।
এমন কী ৩১ বছরের ফুটবলার কবে মাঠে ফিরতে পারবেন, সেটাও নিশ্চিত করেনি পর্তুগাল শিবির। এমন কী তাঁর চোটের পরিস্থিতি নিয়েও কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, কমপক্ষে পাঁচ-ছ’দিন মাঠের বাইরে থাকতে হবে। যদিও মনে করা হচ্ছে, শেষ ষোলোর ম্যাচেও দানিলোকে পাওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: কেমন আছে নেইমারের চোট? ছবি শেয়ার করলেন তারকা, দেখে চিন্তা বাড়ছে
ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন দানিলো। তাঁর ছিটকে যাওয়াটা পর্তুগালের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। গত অক্টোবরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময়ে সাত-আট দিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে। তবে চোট সারিয়ে উঠে বিশ্বকাপ খেলতে এসেছিলেন পিএসজি-তে লিওনেল মেসির সতীর্থ। বিশ্বকাপের একটি ম্যাচ খেলেই এ বার ছিটকে গেলেন পাঁজরের চোটের জন্য।
একটি ম্যাচ খেলার পর গ্রুপ ‘এইচ’-এ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন রোনাল্ডোরা। ১ পয়েন্ট নিয়ে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ে। চতুর্থ স্থানে রয়েছে ঘানা। সোমবার উরুগুয়ের বিরুদ্ধে জিতলেই প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলবে রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপে পর্তুগালের শেষ ম্যাচ ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
For all the latest Sports News Click Here