FIFA World Cup: ‘ভুল’ পেনাল্টি দেওয়ায় রেফারি ওরসাতোকে বিঁধলেন মদ্রিচ
আকাতার বিশ্বকাপে ফের রেফারি বিতর্ক। এবার বোমা ফাটালেন ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচ। আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধে আর্জেন্তিনার পক্ষে পেনাল্টি দেন দানিয়েলে ওরসাতো। পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৩-০ গোলে জিতে ফাইনালে যায় আর্জেন্তিনা। লুকা মদ্রিচ অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘উনি আমার কাছে বিপর্যয়ের মতো।’
মেসি, রোলান্ডোদের মতো লুকা মদ্রিচরেরও শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে। তাই সেমিফাইনাল ম্যাচটি জিততে মরিয়া ছিল গতবারে রানার্স ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়াম ম্যাচ হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় মদ্রিচদের। তবে তৃতীয় স্থান অধিকারের লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া। সেই ম্যাচে দলকে জেতানো এখন প্রধান লক্ষ্য লুকার।
আরও পড়ুন:- Mbappe’s message to Hakimi: ‘তুমি যা করেছ, সকলে গর্বিত’, মরক্কোকে হারিয়ে ‘ভাই’ হাকিমির কাঁধে মাথা এমবাপের
প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রথম পর্বে আর্জেন্তিনার পক্ষে পেনাল্টি দেন দানিয়েলে ওরসাতো। আর্জেন্তিনার খেলোয়াড় জুলিয়ান আলভারেজকে ফাউল করার জন্য ওই সিদ্ধান্ত নেন রেফারি। পেনাল্টি থেকে মেসি এগিয়ে দেন তাঁর দলকে। সেই থেকে আর ফিরে তাকাতে হয়নি। পরপর তিনটি গোল করে আর্জেন্তিনা। ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা করলেও ক্রোয়েশিয়া তা পারেনি। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ বলেন, ‘আর্জেন্তিনা যোগ্য দল হিসেবে জিতেছে। ওরা অনেক ভালো ফুটবল খেলেছে। কিন্তু রেফারি দানিয়েলে ওরসাতো আমাদের কাছে একটা বিপর্যয় ছিল। আমার মনে হয়েছে ওটা পেনাল্টি ছিল না। আমার জন্য সবচেয়ে খারাপ রেফারিং এটা। ওই পেনাল্টিটাই আমাদের শেষ করে দিয়েছিল।’
আরও পড়ুন:- FIFA World Cup 2022 Final: পোলিশ রেফারির হাতে ফাইনালের দায়িত্ব, নাম শুনে স্বস্তি পাচ্ছেন না আর্জেন্তাইনরা
এর সঙ্গে সঙ্গে তিনি মেসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘অভিনন্দন জানাই মেসিকে ফাইনাল ম্যাচের জন্য। এই টুর্নামেন্টে মেসি সেরাটা দেখিয়েছে। এটা ওর জন্য খুব ভালো বিশ্বকাপ।’ ১৭ ডিসেম্বর মরক্কোর বিরুদ্ধে তৃতীয় স্থানের লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া। অন্যদিকে ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্তিনা।
For all the latest Sports News Click Here