FIFA World Cup: বিশ্বকাপ জয়ের পরেই মেসিকে নিয়ে মজার মিম বানালেন সেহওয়াগ
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কোনও না কোনও কিছু নিয়ে মুখ খুলতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগকে। তা সে মজার হোক বা অন্যকিছু। কোনও কিছুতে রসিকতা করতে ভোলেন না বীরু। এবার ফের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তিনি। তবে এবার ফুটবল নিয়ে। সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। কেরিয়ারের শেষ বিশ্বকাপে মেসি দেশকে বিশ্বকাপ এনে দিলেন। উচ্ছ্বসিত গোটা দেশ। শুধু আর্জেন্তিনা নয়, বিশ্বের যেখানে যেখানে আর্জেন্তাইন সমর্থকরা রয়েছেন সবাই উচ্ছ্বাসে মেতেছেন।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল দেখা যায়। মেসিদের অভিনন্দন জানাতে ভোলেননি সেহওয়াগও। তিনি শুভেচ্ছা জানিয়েছেন ঠিক কথা, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজার মিম বানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। বীরুর ইস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, মেসি একটি পুলিশের জামা পরে আছেন। একই সঙ্গে সেই ছবিটিতে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘যদি মেসি ভারতে জন্মাতেন, তাহলে বিশ্বকাপের পরেই এমন হত।’
আরও পড়ুন:- হরমনপ্রীতদের সংসারে আসছেন নতুন সদস্য, জানালেন ব্যাটিং কোচ হৃষিকেশ কানিতকর
অর্থাৎ বীরু বোঝাতে চেয়েছেন, ভারতে মেসি যদি জন্মাতেন তাহলে বিশ্বকাপ জেতার পরের দিনই তাঁকে পুলিশের চাকরি দিয়ে দেওয়া হত। অতীতে দেখা গিয়েছে অলিম্পক্স বা অন্য কোনও বড় ইভেন্ট থেকে পদক নিয়ে ফেরার পর ক্রীড়াবিদদের সরকার থেকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। বীরু নিজের পোস্টে ঠিক সেটাই তুলে ধরেছেন।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও নেই রোহিত, ছিটকে গেলেন তারকা পেসারও
মেসির এমন ছবি পোস্ট করার পরই ঝড়ের গতিতে তা শেয়ার হয়েছে। বলা ভালো মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সব সময় মজার মধ্যে থাকতেই পছন্দ করেন সেহওয়াগ। মেসিকে নিয়ে যে তিনি এমন রসিকতা করবেন তা কেউ কল্পনাও করতে পারেননি। তবে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্তিনার জয়ের পরেই টুইটারে মেসিদের শুভেচ্ছা জানান বীরু।
সেখানে তিনি লিখেছিলেন, ‘বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা খেলা। এমবাপে দুর্দান্ত খেলেছে। সেই সঙ্গে মেসিও। এই বিশ্বকাপটা মেসির জন্যই বরাদ্দ ছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন জানাই।’
For all the latest Sports News Click Here