FIFA World Cup:১৭টি হলুদ কার্ড! রেকর্ড গড়ল মেসিদের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। টানটান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে ডাচদের হারালেন মেসিরা। প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ম্যাচ জেতে নীল-সাদা ব্রিগেড।
ম্যাচে টান টান উত্তেজনার সঙ্গে উপরি পাওনা ছিল স্পেনের রেফারি মাতেউ লাহোজ। যিনি কিনা একটা ম্যাচে ১৭ জনকে হলুদ কার্ড দেখালেন। এমন ঘটনা এর আগে ফুটবল বিশ্ব দেখেছ বলে মনে করেছ না ফুটবল বিশ্ব। মেসিদের ম্যাচের সেই রেফারি এখন ভাইরাল হয়ে গিয়েছেন। এমনকি এই ম্যাচে আর্জেন্টিনার সহকারী কোচকেও হলুদ কার্ড দেখানো হয়। আর্জেন্টিনার মলিনা একুনা, মার্টিনেজ-সহ সাতজন কার্ড দেখেন। মোট ১০ জনকে হলুদ কার্ড দেখানো হয়। অন্যদিকে নেদারল্যান্ডসের সাতজন খেলোয়াড় কার্ড দেখেছেন।
কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এত কার্ড দেখা নিয়ে হইচই শুরু হয়েছে বিশ্ব ফুটবলমহলে। ম্যাচ শেষে মেসি বিরক্ত হয়ে বলেন, ‘রেফারি সম্পর্কে বেশি কিছু বলতে চাই না।’ তাঁর এই তির্যক মন্তব্যের পিছনে রয়েছে ম্যাচে দুই দলের খেলোয়াড়-সহ মোট ১৭ জন খেলোয়াড়ের হলুদ কার্ড। কাতার বিশ্বকাপে রেকর্ড সংখ্যক হলুদ কার্ড দেখানো হয়েছে। যার পরে স্বাভাবিকভাবেই রেফারিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যাচে মেসিকেও হলুদ কার্ড দেখান রেফারি মাতেউ।
মেসি ক্ষুদ্ধ হয়ে বলেন, ‘রেফারি সম্পর্কে আর কিছু বলতেই চাই না। কারণ সকলের সামনে যেটা বলব সেটা সত্যি হবে না। ফিফার ভেবে দেখা উচিত এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা, যে কাজটার যোগ্যই নন।’ তিনি আরও বলেন, ‘ম্যাচটা অতিরিক্ত সময়ে বা পেনাল্টিতে যাক আমরা তা চাইনি। সবকিছু যেভাবে হচ্ছিল তাতে আমাদের খুব খারাপ লেগেছে। রেফারি সব সময় আমাদের বিপক্ষে ছিলেন।’
For all the latest Sports News Click Here