FIFA WC 2022 Group D Live: লড়াই চালাচ্ছে চার দল, গোলের মুখ খুলতে পারেনি কেউ
৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গ্রুপের শীর্ষ স্থানে থেকে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে ফেলেছে ফ্রান্স। আজকের ম্যাচে তিউনিশিয়ার কাছে তারা হারলেও, তাদের নকআউট পর্ব নিশ্চিত।
বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। যদি তারা ডেনমার্ককে হারায়, তাহলে এমনিতেই পরবর্তী রাউন্ডের টিকিট পাকা। তবে ডেনমার্কের কাছে হেরে গেলে তারা ছিটকে যাবে। এ দিকে ম্যাচ ড্র যদি ড্র হয় এবং তিউনিশিয়া হেরে যায়, তা হলে অজিরা প্রি-কোয়ার্টারে যাবে। আবার ম্যাচ যদি ড্র হয় এবং তিউনিশিয়া ফ্রান্সকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানে ছিটকে যাবে অজিরা।
ডেনমার্কের এরিকসেনের বড় মিস!
২৯ মিনিট: লিন্ডস্টর্মের ক্রস অস্ট্রেলিয়া ভালো ভাবে ডিফেন্ড করে, কিন্তু এরিকসেন বক্সের ভেতরে ঢুকে বল ধরে সেটিকে বাঁ-দিকের পোস্টে রাখার চেষ্টা করেন। তবে লক্ষ্যে রাখতে ব্যর্থ তিনি।
সুযোগ নষ্ট ফ্রান্সের
আবারও সুযোগ নষ্ট ফ্রান্সের! ভারানেকে কাটিয়ে স্লিমন বলটি বের করে নেয়। তিনি রমধানেকে পাস বাড়ান। তবে বলটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন রমধানে এবং এটি নেটের বাইরে জালে লাগে।
ডেনমার্ক-অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছে
২৫ মিনিট: দুই দলই দুরন্ত লড়াই করছে। সুযোেগ তৈরি করছে। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে গেছে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই।
তিউনিশিয়া কিপারের ভালো সেভ
১৫ মিনিট: ফ্রান্স একটি কর্নার পায়। গুয়েনডৌজি সামনের পোস্টে বল পাঠান, কিন্তু তালবি ক্লিয়ার করে দেন।
বড় সুযোগ নষ্ট ডেনমার্কের
১০ মিনিট: হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলের। বড় সুযোগ নষ্ট করলেন স্কোভ ওলসেন। দারুণ ব্লক করেন অজি স্টপার। ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন তিনি।
ফ্রান্সের ভারানে বাঁচালেন বিপদের হাত থেকে
৬ মিনিট: দুরন্ত সুযোগ তৈরি হয়েছিল। ভারানে গোলমুখা শট ক্লিয়ার করেন। তিউনিশিয়া জিততে মরিয়া থাকবে। তবে নক আউটের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও তিউনিশিয়ার কাছে হেরে বসে মান খোয়াতে চাইবে না।
ডেনমার্ক-অস্ট্রেলিয়ার খেলা শুরু
টানটান উত্তেজনার ম্যাচ শুরু। দুই দলের কাছেই এটা ফাইনাল। জিততে মরিয়া হয়ে থাকবে ডেনমার্ক-অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে কিন্তু এগিয়ে রয়েছে ডেনমার্ক। এর আগে চার বার দুই দল মুখোমুখি হয়েছে। ২ বারই জিতেছে ডেনমার্ক। একবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর এক বার ম্যাচ ড্র হয়েছে।
ফ্রান্স ফুরফুরে মেজাজে, চাপে তিউনিশিয়া
৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গ্রুপের শীর্ষ স্থানে থেকে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে ফেলেছে ফ্রান্স। আজকের ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। তারা যদি এই ম্যাচে হেরেও যায়, তা হলেও নক আউট পর্ব নিশ্চিত।
১ পয়েন্ট নিয়ে গ্রুপেক লাস্টবয় তিউনিশিয়া। ডেনমার্ক যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতে বা সেই ম্যাচটি ড্র হয়, তা হলে তিউনিশিয়াকে ফ্রান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে।
অস্ট্রেলিয়া-ডেনমার্কের নকআউটে ওঠার সুযোগ
ডেনমার্কের মুখোমুখি হবে অস্ট্রিলিয়া। বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। যদি তারা ডেনমার্ককে হারায়, তাহলে এমনিতেই পরবর্তী রাউন্ডের টিকিট পাকা। তবে ডেনমার্কের কাছে হেরে গেলে তারা ছিটকে যাবে। এ দিকে ম্যাচ ড্র যদি ড্র হয় এবং তিউনিশিয়া হেরে যায়, তা হলে অজিরা প্রি-কোয়ার্টারে যাবে। আবার ম্যাচ যদি ড্র হয় এবং তিউনিশিয়া ফ্রান্সকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানে ছিটকে যাবে অজিরা।
১ পয়েন্ট পেয়ে গ্রুপের তৃতীয় স্থানে ডেনমার্ক। পরবর্তী রাউন্ডে যেতে হলে ডেনমার্ককে জিততেই হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিকে তিউনিশিয়া যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে ডেনমার্ক জিতলেও গোল ব্যবধানের ওপর নির্ভর থাকবে তারা। তবে আপাতত তিউনিশিয়ার থেকে ডেনমার্কের গোল ব্যবধান ভালো জায়গায় রয়েছে।
For all the latest Sports News Click Here