FIFA WC 2022: ৬৮ সেকেন্ড গোল দিয়েও ৪ গোল হজম কানাডার,অঘটন ঘটতে দিল না ক্রোয়েশিয়া
বেলজিয়ামকে হারিয়ে চমকে দেয় মরোক্কো। বিশ্বকাপের মঞ্চে ঘটে আরও একটি অঘটন। এর পরের ম্যাচেই গত বারের রানার্স ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় কানাডা। তারাও চমকে দেয় ম্যাচের ৬৮ সেকেন্ডে গোল করে। কিন্তু মরোক্কোর মতো তারা আর ইতিহাস লিখতে পারল না। ১ গোল দিয়ে পাল্টা ক্রোয়েশিয়ার কাছে ৪ গোল খেয়ে যায় কানাডা।
প্রথম ম্যাচে মরোক্কোর কাছে আটকে গিয়েছিল ক্রোয়েশিয়া। সেটাও কিন্তু কম বড় চমক ছিল না। ক্রোটদের কাছে তো বড় ধাক্কা ছিল। তবে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচের একেবারে শুরুতে হোঁচট খেলেও, সামলে নিল ক্রোয়েশিয়া। দুরন্ত প্রত্যাবর্তন করে ৪-১ জয় ছিনিয়ে নিয়ে অক্সিজেন পেলেন পেরিসিচরা।
এ দিন খেলা শুরুর হওয়ার সঙ্গে সঙ্গেই গোলের মুখ খোলে কানাডা। ক্রোয়েশিয়ার অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে ১-০ করে তারা। আগের ম্যাচে আলফোন্সো ডেভিসের পেনাল্টি বাঁচিয়ে দিয়েছিলেন বেলজিয়ামের থিবো কুর্তোয়া। এ দিন অবশ্য কোনও ভুল করেননি ডেভিস। ক্রোয়েশিয়ার বক্সে বল ভাসিয়েছিলেন বুকানন। লাফিয়ে উঠে ৬৮ সেকেন্ডে বল জালে জড়ান ডেভিস।
শুরুতেই ধাক্কা খেয়ে অবশ্য কোণঠাঁসা হয়ে পড়েননি ক্রোয়েশিযা। বরং পাল্টা আক্রমণে তারা ঝাঁপিয়ে পড়ে। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ২৬ মিনিটেই গোলও করে ফেলেন ক্রোয়েশিয়ার ক্রামারিচ। কিন্তু আগেই লিভায়া অফসাইড থাকায় গোল বাতিল হয়। তবে সমতা ফেরাতে সময় নেয়নি ক্রোটরা। এর ১০ মিনিট পরেই পেরিসিচের পাস থেকে গোল করে সমতা ফেরান সেই ক্রামারিচই। আর বিরতির ঠিক আগে ৪৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লিভায়া। জুরানোভিচের পাস দুরন্ত শটে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও ক্রোয়েশিয়ার আক্রমণ বজায় রেখেছিল। ৭০ মিনিটে তৃতীয় গোল করে ক্রোয়েশিয়া। এ বারও সেই ক্রামারিচ। এ বারও বাঁ দিক থেকে নিখুঁত ক্রস রেখেছিলেন পেরিসিচ। গোলার মতো শটে গোল ক্রামারিচের। ক্রোয়েশিয়ার চতুর্থ গোল আসে ইনজুরি টাইমে। কানাডার রক্ষণের দুর্বলতার সুযোগে বল জালে জড়ান ওরসিচ। ৪-১ জয় ছিনিয়ে নিয়ে নকআউটে ওঠার বড় দাবীদার হলেন গত বারের রানার্সরা।
দুই রাউন্ডের শেষে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া এবং মরক্কো। তিন নম্বরে নেমে গেল বেলজিয়াম। পরের রাউন্ডে যেতে হলে গতবারের রানার্সদের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততে হবে হ্যাজার্ডদের।
For all the latest Sports News Click Here