FIFA WC 2022: মেসিকে নিয়ে আমরা মোটেও আতঙ্কিত নই- সাফ দাবি ফরাসি তারকার
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্তিনা এবং ফ্রান্স। কাকাতলীয় ভাবে দুই দেশের ঝুলিতেই রয়েছে দু’টি করে বিশ্বকাপ। ফলে এ বারের ফাইনালে যে দল জয়ী হবে, সেই দল তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে। ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের পথে একমাত্র ‘কাঁটা’ লিওনেল মেসি। তবে মেসিকে যে ভয় পাচ্ছে না ফ্রান্স, তা স্পষ্ট করে দিয়েছেন ফরাসি তারকা ফুটবলার থিও হার্নান্ডেজ।
আরও পড়ুন: প্রথম বার গোল্ডেন বুটের লড়াইয়ে একই ক্লাবের দুই তারকা!মেসি না এমবাপে- জিতবেন কে?
প্রসঙ্গত সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের হয়ে গোল করেছিলেন থহার্নান্ডেজ। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই গোল করেছিলেন তিনি। দুই দেশের কাছেই ফাইনালের পথ একেবারে সহজ ছিল না। একদিকে আর্জেন্তিনা তাদের প্রথম ম্যাচে সৌদি-আরবের কাছে হেরে যাওয়ার পরে দুরন্ত কামব্যাক করেছিল। আর অন্য দিকে গ্রুপ ম্যাচে তিউনিশিয়ার কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে।
সেমিফাইনাল ম্যাচে জয়ের পর ফরাসি তারকা হার্নান্ডেজ রাই স্পোর্টসকে বলেন, ‘সেমিফাইনালে জেতাটা সব সময়েই আনন্দের। তবে রবিবার আমাদেরকে ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। মেসিকে নিয়ে আমরা ভীত বা আতঙ্কিত নই। আর্জেন্তিনা দলটা খুব ভালো। আমরাও হাতে কয়েকটা দিন সময় পেয়েছি নিজেদের প্রস্তুত করার। নিজেদেরকে পুরোপুরি গুছিয়ে নেওয়ার।’
আরও পড়ুন: পোলিশ রেফারির হাতে ফাইনালের দায়িত্ব, নাম শুনে স্বস্তি পাচ্ছেন না আর্জেন্তাইনরা
তিনি আরো যোগ করেন, ‘পরপর দু’টি ফাইনাল ম্যাচে খেলা অসাধারণ বিষয়। আমরা বেশ ভালো খেলছি। বিষয়টা (ফাইনাল জয়) বেশ কঠিন আমি জানি। আমরা এখনও পর্যন্ত বেশ ভালো খেলেছি। সেই কারণেই আমরা ফাইনালে খেলছি। আমরা এই ফাইনালে জিততে কঠোর পরিশ্রম করব। আমার ভাইয়ের জন্যও আমার বড় চিন্তা রয়েছে।’ উল্লেখ্য, থিও হার্নান্ডেজের ভাই লুকাস হার্নান্ডেজেরও ফ্রান্স দলের সদস্য। তিনি কাতারে ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচে খেলেছিলেন। যেখানে ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ফ্রান্স। সেই ম্যাচে হাঁটুতে চোট পান লুকাস । আর সেই কারণে আর বিশ্বকাপ ম্যাচে খেলা হয়নি তাঁর।
For all the latest Sports News Click Here