Fifa ban on AIFF: তিনি যত নষ্টের গোড়া বলে অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রফুল্ল
তিনিই ভারতীয় ফুটবলের সর্বনাশের মূলে। তাঁর জন্যই ভারতীয় ফুটবল ডুবে রয়েছে অন্ধকারে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। তার পর থেকে অবশ্য কোনও রকম উচ্চবাচ্য করেননি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। তবে সোমবার তিনি অবশেষে মুখ খুললেন।
এ দিন প্রফুল্ল প্যাটেল সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য রাখেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তিন বার ফেডারেশনের সভাপতি থাকায়, স্বাভাবিক নিয়মেই তিনি আর সভাপতি পদে নির্বাচনে দাঁড়াতে পারবেন না। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, প্রফুল্ল ফেডারেশনের অন্য কোনও পদের জন্য নির্বাচনে অংশ নেবেন না। তাঁর একটাই আর্জি, ফিফা যেন ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেয়।
আরও পড়ুন: নির্বাসনের গেড়ো- AFC Cup-এ ATK MB-র কপাল পুড়লে, ভাগ্য খুলবে বাংলাদেশের ক্লাবের
তাঁর জন্যই যত বিতর্ক। ভারতীয় ফুটবল প্রশাসনে শেষ নির্বাচিত সভাপতি ছিলেন তিনি। কিন্তু মেয়াদ ফুরোনোর পরেও দীর্ঘ দিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি পদ আটকে রাখার কারণে বিপদে পড়তে হল ভারতীয় ফুটবলকে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তাঁকে সরতে হয়। কিন্তু তাতেও ঝামেলা মেটেনি। শেষ পর্যন্ত ফিফা নির্বাসন পর্যন্ত ঝামেলা গড়ায়।
আরও পড়ুন: কেন্দ্রের চেষ্টাতেও গলেনি ফিফা, AFC Club Championships খেলা হল না গোকুলমের মেয়েদের
ভারতীয় ফুটবলকে ফিফা নির্বাসিত করার পরেও নাম উঠে এসেছিল প্রফুল্ল প্যাটেলের। ফুটবল মহলের একটি অংশের দাবি ছিল, ফিফার নির্বাসনের পিছনে কলকাঠি নেড়েছেন প্রফুল্ল প্যাটেলই। অন্যদের আবার বক্তব্য, প্রফুল্ল তো নিমিত্ত মাত্র। সামগ্রিক প্রশাসনিক গড়িমসির জন্যই এই সমস্যা হয়েছে ভারতীয় ফুটবলের।
এ দিকে সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদনকেই মান্যতা দিয়েছে। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, প্রশাসক কমিটির (সিওএ) আর কোনও ক্ষমতা থাকবে না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অগস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে। ভারতীয় ফুটবলের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। কারণ, নির্বাচন না হওয়া পর্যন্ত ফিফার নির্বাসন ওঠার কোনও সম্ভাবনা নেই। তবে নির্বাসন তোলার পথে কিছুটা হলেও এগোল ভারতীয় ফুটবল।
For all the latest Sports News Click Here