Fifa নির্বাসনের মাঝেও কিছুটা স্বস্তি ভারতীয় ফুটবলে, বিদেশি সইয়ে থাকছে না সমস্যা
ফিফার নির্বাসনের পর এক সপ্তাহও কাটেনি। এর মধ্যে না জানি কত ডামাডোল ঘটে গিয়েছে। তবে একাধিক টানাপোড়েনের মাঝে একটি স্বস্তির খবর পাওয়া গিয়েছে। বিদেশি ফুটবলার সই করাতে কোনও সমস্যা নেই ভারতের ক্লাবগুলির। আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে ক্লাব বা জাতীয় দলের উপর নিষেধাজ্ঞা বহালই থাকলেও, বিদেশি ফুটবলা সই করনোর উপর থাকছে না কোনও নিষেধাজ্ঞা।
ফিফার এই সিদ্ধান্তে খুশি হতে পারে ইস্টবেঙ্গল। তাদের এশীয় কোটার বিদেশি সই করানো এখনও বাকি। ক্লাবের দাবি অবশ্য, যাঁরা শহরে এসেছেন এবং যাঁর আসা বাকি, সবাই নথিভুক্ত হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: কেন্দ্রের চেষ্টাতেও গলেনি ফিফা, AFC Club Championships খেলা হল না গোকুলমের মেয়েদের
ফিফার এক আধিকারিকের মন্তব্য অনুযায়ী এই বিষয়টি পরিষ্কার হয়েছে। ফিফার নিয়মে ১৬ নম্বর আর্টিকেলের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ফিফার নির্বাসনের প্রভাব ফুটবলারদের উপর সরাসরি পড়বে না। যার ফলে ব্যান থাকলেও, ভারতীয় ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড় সই করাতে কোনও বাধা থাকছে না।
ফিফার এক মুখপাত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, নির্বাসনের প্রভাব সরাসরি কোনও ফুটবলারের উপর পড়ছে না। কারণ, ফুটবলার নথিভুক্তির উপরে কোনও নির্বাসন জারি করেনি ফিফা। সে রকম হলে, লিখিত আকারে তা জানিয়ে দেওয়া হত। কিন্তু ফিফার নির্দেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথাই বলা হয়েছে।
আরও পড়ুন: তিনি যত নষ্টের গোড়া বলে অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রফুল্ল
ফিফার নির্বাসনে ভারতীয় ক্লাবগুলি বিদেশি ফুটবলার সইয়ের ক্ষেত্রে বিপাকে পড়ার কথা ভাবলেও, তেমনটা কিছু ঘটেনি। নির্বাসনের পরেও ভারতীয় ফুটবলে বিদেশি খেলোয়াড় নথিভুক্ত করা হয়েছে। আই লিগের অন্যান্য দল বিদেশি সই করাচ্ছে। ফিফার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আপত্তি জানানো হয়নি।
সূত্রের খবর, গত মঙ্গলবার নির্বাসনের পর থেকে ছ’জন ফুটবলারকে সই করিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। তার মধ্যে নেপালের গোলকিপার কিরণ লিম্বুও রয়েছেন। তিনি মাজিয়া থেকে সই করেছেন রাউন্ডগ্লাস পঞ্জাবে। আই লিগ এবং আইএসএলের ক্লাবগুলি ছাড়াও বিভিন্ন রাজ্য সংস্থার অধীনে থাকা অনেক ক্লাব বিদেশি ফুটবলারদের সই করায়। তাদের নতুন ফুটবলার নথিভুক্ত করাতে কোনও বাধা নেই। প্রসঙ্গত, আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো বন্ধ হচ্ছে ৩১ অগস্ট। তার পর থেকে চুক্তিহীন বিদেশি ফুটবলাররাই সই করতে পারবেন।
এ দিকে সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদনকেই মান্যতা দিয়েছে। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, প্রশাসক কমিটির (সিওএ) আর কোনও ক্ষমতা থাকবে না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অগস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে। ভারতীয় ফুটবলের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। কারণ, নির্বাচন না হওয়া পর্যন্ত ফিফার নির্বাসন ওঠার কোনও সম্ভাবনা নেই। তবে নির্বাসন তোলার পথে কিছুটা হলেও এগোল ভারতীয় ফুটবল।
For all the latest Sports News Click Here