Fact Check: ইন্ডিয়ান আইডল ১২-র ট্রফি হাতে পবনদীপের ছবি ভাইরাল, জানুন সত্যিটা
স্বাধীনতা দিবসের দিন দুপুর থেকে জারি রয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১২-র টানটান গ্র্যান্ড ফিনালে পর্ব। কার হাতে উঠবে বিজয়ীর ট্রফি সেই দিকেই চোখ গোটা দেশের। চলতি বার টিআরপি তালিকায় বারবার রেকর্ড ভেঙেছে এই শো। অরুনিতা-পবনদীপদের গান দর্শকদের একদিকে মুগ্ধ করেছে, তেমন সমালোচনা করতেও ছাড়েননি অনেকে। বিতর্ক, ড্রামা, রোম্যান্স- সবের মিশেলে হিট এই গানের রিয়ালিটি শো।
তবে এদিন নেটমাধ্যমে ভাইরাল হয়েছে পবনদীপ রঞ্জনের একটি ছবি, যেখানে ইন্ডিয়ান আইডলের বিজয়ীর ট্রফি হাতে দেখা মিলছে পবনদীপের। ২৫ লক্ষ টাকার চেক হাতেও দেখা যাচ্ছে এই গায়ককে। তবে এই ছবি দেখে ঘাবড়ে যাবেন না, এই ছবিটি এক্কেবারে ভুয়ো। রবিবার মধ্যরাতে অর্থাত্ রাত ১২টা নাগাদ ইন্ডিয়ান আইডলের বিজয়ীর নাম ঘোষণা হবে. শো-এর একাধিক অংশ আগে থেকে রেকর্ড করা হলেও ফলাফল লাইভ ঘোষণা করা হবে। কে হয়েছেন এই শো-এর বিজয়ী তা এখনও নিশ্চিত নয়।
পবনদীপের যে ভুয়ো ছবিটি ভাইরাল হয়েছে, সেটা দেখলে স্পষ্ট দেখা যাচ্ছে চেকের উপর তারিখ লেখা রয়েছে ১৫ই মে, যা একদম ভুল তারিখ (আজ ১৫ই অগস্ট)। ফটোশপের কারসাজিতে তৈরি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে বাকি প্রতিযোগির ভক্তদের হৃদয়ের ধুকপুকানি অনেকখানি বেড়ে গিয়েছে।
পবনদীপের ফ্যানেদের দাবি ইন্ডিয়ান আইডলের ট্রফি উঠবে পবনদীপের হাতেই। একাধিক সমীক্ষাতেও সবচেয়ে এগিয়ে রয়েছেন পবনদীপই। তবে সূত্র মারফত এমন খবরও শোনা যাচ্ছে, এই বছর ইন্ডিয়ান আইডল পেতে পারে জোড়া বিজয়ী, সেক্ষেত্রে পবনদীপ ও বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল যৌথ বিজয়ী ঘোষিত হতে পারেন।
পবনদীপ,অরুণিতা ছাড়াও সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে জায়গা করে নিয়েছেন সোনি টিভির এই মিউজিক রিয়ালিটি শো-এর গ্র্যান্ড ফিনালেতে।
For all the latest entertainment News Click Here