England vs Iran Live: প্রথমার্ধের খেলা শেষ, ৩-০ এগিয়ে ইংল্যান্ড
লাইভ আপডেটস
Updated: 21 Nov 2022, 07:33 PM IST
Sanjib Halder
সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। শক্তি কিংবা বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা, দুটোতেই এগিয়ে হ্যারি কেইনের দল। অন্যদিকে এশিয়ার পরাশক্তি ইরান থ্রি লায়ন্সদের গতিময় আক্রমণ রুখতে পারবে কিনা আছে সেই প্রশ্নও। তবে ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছুই, তাই সম্ভাবনা রয়েছে ভালো লড়াইয়েরও। চোট পেয়ে মাঠে ছাড়লেন ইরানের গোলরক্ষক, শুরু হল খেলা। ম্যাচের ৩৫ মিনিটে বেলিংহ্যামের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথমার্ধে বেলিংহ্যাম, সাকা ও স্টার্লিং-এর গোল, ৩-০ এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ড একমাত্র ইউরোপীয় দল যারা গত দুই টুর্নামেন্টের সেমিফাইনালেই উঠেছে, এবং খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও তারা একই ধরনের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত।
21 Nov 2022, 07:33:37 PM IST
প্রথমার্ধের খেলা শেষ
১৪ মিনিটের অতিরিক্ত সময়
৪৫ মিনিটের খেলা শেষ হয়ে গিয়েছে। যেহেতু ইরানের গোলরক্ষক দীর্ঘক্ষণ ধরে মাঠে চোট পেয়েছিলেন তাই ১৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
আবার গোললললল…
এবার স্টার্লিং-এর গোল। ৩-০ করল ইংল্যান্ড
গোললললল…
সাকার গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করল ইংল্যান্ড। ম্যাচের ৪৩ মিনিটে
গোললললল…
৩৫ মিনিটে বেলিংহ্যামের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি
একটুর জন্য মিস….
ম্যাচের ৩২ মিনিটে অল্পের জন্য ইংল্যান্ডের আক্রমণ ব্যর্থ হল। বল পোস্টে লাগে এবং গোল পেল না ইংল্যান্ড।
৩০ মিনিট: ইংল্যান্ড-০, ইরান-০
খেলার প্রায় ৩০ মিনিট হয়ে গেল। কিন্তু দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে এখনও পর্যন্ত আক্রমণে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক
সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট ইরানের গোলরক্ষক আলিরেজার। আলিরেজার চোট গুরুতর ছিল। দীর্ঘক্ষণ চিকিৎসার পরে মাঠে ছাড়লেন তিনি। হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামলেন। এত বড় মঞ্চে তাঁর অবশ্য সে ভাবে খেলার অভিজ্ঞতা নেই।
চোট পেয়েছেন ইরানের গোলরক্ষক
সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট পান ইরানের গোলরক্ষক। খেলা বন্ধ রয়েছে।
শুরু হয়ে গেল খেলা
শুরু হয়ে গেল আজকের ম্যাচ। ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ইরান। আজ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিন। গ্রুপ-বি ইংল্যান্ডের মুখোমুখি হবে ইরান। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে দেখা যাবে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ও অধিনায়ক হ্যারি কেনকে। ইরানকে হালকাভাবে নিতে ভুল করবে না ইংল্যান্ড দল। ইংলিশ দল শেষবার ২০১৮বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল।
দেখে নিন ইরানের দল
আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ।
দেখে নিন ইংল্যান্ডের আজকের দল
জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।
ম্যাচ নিয়ে কী বলছে জ্যোতিষী উট?
কী বলছে জ্যোতিষী উট ‘মিস্টিক মিল্লি’? ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। ম্যাচের আগেই খেলার ফলাফল কী হবে, আগেই জানিয়ে দিল জ্যোতিষী উট ‘মিস্টিক মিল্লি’। জ্যোতিষী উট নামেই পরিচিত ‘মিস্টিক মিল্লি’। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর দাবি, ওই জ্যোতিষী উটের ভবিষ্যদ্বাণী আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। উটের সামনে দুই দেশের পতাকা রেখে দেওয়ার হয়। ‘মিস্টিক মিল্লি’ ইরানের পতাকার দিকে তাকিয়েও দেখেনি। লম্বা গলা নিয়ে ইংল্যান্ডের পতাকার দিকে এগিয়ে যায় সেই উট।
ইরানের তুরুপের তাস কারা
ইরানের তুরুপের তাস হতে পারেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সরদার আজমাউন। ৬৫ ম্যাচে ৪১ গোল করে তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সঙ্গে আছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর স্ট্রাইকার মেহেদি তারেমি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মিডফিল্ডার সামান ঘোদ্দোস। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডে খেলে থাকেন তিনি।
ইংল্যান্ড দলের কারা নজরে থাকবেন
বিশ্বকাপে শুভ সূচনা করতে ইংল্যান্ড তাকিয়ে থাকবে তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের দিকে। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারের জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচে রয়েছে ৫১ গোল। প্রাক্তন ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনির ৫৩ গোলের রেকর্ড চলতি আসরেই ভেঙে দেওয়াটা খুবই সম্ভব তার জন্য। রাশিয়া বিশ্বকাপেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। আক্রমণভাগে তাকে সঙ্গ দেওয়ার জন্য আছেন ফিল ফোডেন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ডের মতো গতিশীল তারকারা। তারা জ্বলে উঠলে যে আরও ভয়ংকর হয়ে উঠবে ইংলিশরা, তা বলাই বাহুল্য।
হ্যারি কেনের দিকে তাকিয়ে সকলে
ইংল্যান্ড তাদের তারকা অধিনায়ক হ্যারি কেনের ভালো পারফরম্যান্সের উপর নির্ভর করবে, যিনি কোয়ালিফাইং রাউন্ডে ১২ গোল করেছিলেন। অন্যদিকে, বাছাই পর্বে ১০ গোল করা সর্দার আজমাউনের ভালো পারফরম্যান্সের ওপর ভরসা রাখবে ইরান। কুইরোজের এটি টানা চতুর্থ বিশ্বকাপ। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পর্তুগালের কোচ ছিলেন। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালে ইরানের কোচের দায়িত্ব পালন করেন।
কোচেদের লড়াই
সোমবার ফিফা বিশ্বকাপে বি গ্রুপের ম্যাচে ইরানের মুখোমুখি হলে ইরানকে হালকাভাবে নিতে ভুল করবে না ইংল্যান্ড। ইংল্যান্ডকে এই ম্যাচে জয়ের জন্য ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং কোচ গ্যারেথ সাউথগেটের দল এই ম্যাচটি বড় ব্যবধানে জিততে চাইবেন, কিন্তু ইরান তাদের কোচ কার্লোস কুইরোজ, যিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচ ছিলেন। কুইরোজ তার দলকে এতদূর নিয়ে গেছে এবং বড় দলগুলির বিরুদ্ধে একটি চিহ্ন রেখে যেতে চাইবেন।
দেখে নিন ইরানের সম্ভাব্য দল
আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ছিলেন, দীর্ঘদিন ইরানের দায়িত্বে আছেন)।
দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য দল
জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।
For all the latest Sports News Click Here