England vs Iran Live:ইরানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু
ইংল্যান্ড একমাত্র ইউরোপীয় দল যারা গত দুই টুর্নামেন্টের সেমিফাইনালেই উঠেছে, এবং খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও তারা একই ধরনের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত।
ইরানের তুরুপের তাস কারা
ইরানের তুরুপের তাস হতে পারেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সরদার আজমাউন। ৬৫ ম্যাচে ৪১ গোল করে তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সঙ্গে আছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর স্ট্রাইকার মেহেদি তারেমি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মিডফিল্ডার সামান ঘোদ্দোস। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডে খেলে থাকেন তিনি।
ইংল্যান্ড দলের কারা নজরে থাকবেন
বিশ্বকাপে শুভ সূচনা করতে ইংল্যান্ড তাকিয়ে থাকবে তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের দিকে। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারের জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচে রয়েছে ৫১ গোল। প্রাক্তন ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনির ৫৩ গোলের রেকর্ড চলতি আসরেই ভেঙে দেওয়াটা খুবই সম্ভব তার জন্য। রাশিয়া বিশ্বকাপেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। আক্রমণভাগে তাকে সঙ্গ দেওয়ার জন্য আছেন ফিল ফোডেন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ডের মতো গতিশীল তারকারা। তারা জ্বলে উঠলে যে আরও ভয়ংকর হয়ে উঠবে ইংলিশরা, তা বলাই বাহুল্য।
হ্যারি কেনের দিকে তাকিয়ে সকলে
ইংল্যান্ড তাদের তারকা অধিনায়ক হ্যারি কেনের ভালো পারফরম্যান্সের উপর নির্ভর করবে, যিনি কোয়ালিফাইং রাউন্ডে ১২ গোল করেছিলেন। অন্যদিকে, বাছাই পর্বে ১০ গোল করা সর্দার আজমাউনের ভালো পারফরম্যান্সের ওপর ভরসা রাখবে ইরান। কুইরোজের এটি টানা চতুর্থ বিশ্বকাপ। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পর্তুগালের কোচ ছিলেন। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালে ইরানের কোচের দায়িত্ব পালন করেন।
কোচেদের লড়াই
সোমবার ফিফা বিশ্বকাপে বি গ্রুপের ম্যাচে ইরানের মুখোমুখি হলে ইরানকে হালকাভাবে নিতে ভুল করবে না ইংল্যান্ড। ইংল্যান্ডকে এই ম্যাচে জয়ের জন্য ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং কোচ গ্যারেথ সাউথগেটের দল এই ম্যাচটি বড় ব্যবধানে জিততে চাইবেন, কিন্তু ইরান তাদের কোচ কার্লোস কুইরোজ, যিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচ ছিলেন। কুইরোজ তার দলকে এতদূর নিয়ে গেছে এবং বড় দলগুলির বিরুদ্ধে একটি চিহ্ন রেখে যেতে চাইবেন।
দেখে নিন ইরানের সম্ভাব্য দল
আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ছিলেন, দীর্ঘদিন ইরানের দায়িত্বে আছেন)।
দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য দল
জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।
For all the latest Sports News Click Here