ENG vs SL Live: মরণ-বাঁচন ম্যাচ ইংল্যান্ডের,অজিদের সমর্থন নিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কা
চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। তবে তারা নিজেদের সঙ্গে ওয়ান ডে-র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও টুর্নামেন্টের বাইরে টেনে নিয়ে যেতে মরিয়া। শ্রীলঙ্কার জন্য সুপার টুয়েলভের ম্যাচটি নিছক সম্মানরক্ষার। তবে ইংল্যান্ডের কাছে এটি ডু-অর-ডাই লড়াই। হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ইংল্যান্ড। জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত। ইংল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তবে সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। সুতরাং আয়োজকদের যাবতীয় আশা ভরসা এখন দাসুন শানাকারাই।
হারলেই বিদায় ইংল্যান্ডের
সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের ছবিটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে। নিউজিল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইতিমধ্যেই। ৭ পয়েন্ট সংগ্রহ করেও অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে রয়েছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর। ৫ পয়েন্টে থাকা ইংল্যান্ড জিতলে ৭ পয়েন্টে পৌঁছে যাবে। তারা নেট রান-রেটের নিরিখে অস্ট্রেলিয়াকে টপকে সেমিফাইনালে জায়গা করে নেবে। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে অস্ট্রেলিয়াকে। তবে শ্রীলঙ্কা জিতলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ইংল্যান্ড। সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। সুতরাং এটা নিশ্চিত যে, শ্রীলঙ্কা জিতুক বা হারুক, অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড, কোনও এক দলকে সঙ্গে নিয়েই বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
For all the latest Sports News Click Here