ENG vs SA Live: মিলস ছিটকে যাওয়ায় শিকে ছিঁড়ল উডের ভাগ্যে, টস জিতল ইংল্যান্ড
গ্রুপের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হতে চলেছে সুপার টুয়েলভ গ্রুপ-১ থেকে কোন দু’টি দল চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে চলেছে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ায় তাদেরও পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ইংল্যান্ডের মতো ৮। শেষ ম্যাচে সম্মুখসমরে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ব্রিটিশদের বড় ব্যবধানে পরাজিত করলে ছিটকে যেতে পারে অস্ট্রেলিয়া।
ম্যাচ শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি’কক ও রীজা হেনড্রিক্স। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন মইন আলি। প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন ডি’কক।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
অপরিবর্তিত দল নিয়ে ব্রিটিশদের মোকাবিলায় দক্ষিণ আফ্রিকা।
প্লেয়িং ইলেভেন: রীজা হেনড্রিক্স, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা (অধিনায়ক), এডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি।
ইংল্যান্ডের প্রথম একাদশ
টাইমাল মিলস চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় মাঠে নামার সুযোগ মেলে মার্ক উডের।
প্লেয়িং ইলেভেন: জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ ও মার্ক উড।
For all the latest Sports News Click Here