ENG vs SA: সতীর্থকে কাঁধে তুলে অনুশীলনে কেরামতি, চোট পেয়ে ছিটকে গেলেন বেয়ারস্টো
সতীর্থ স্যাম কারানকে কাঁধে তুলে জিমে অনুশীলনে কসরত করছিলেন। সেই কেরামতি দেখাতে গিয়েই চোটের কবলে পড়েন জনি বেয়ারস্টো। যার জেরে অনুশীলনের মাঝেই উঠে যেতে হল বেয়ারস্টোকে। এই চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।
আরও পড়ুন: ম্যাচ ভেস্তে যাওয়ায় শতরান হাতছাড়া, বেঙ্গসরকারের মতোই দুর্ভাগ্যের শিকার ডি’কক
মঙ্গলবার সন্ধ্যের সময়ে ব্রিস্টলের সিট ইউনিক স্টেডিয়ামে ইংল্যান্ডের অনুশীলন চলছিল। সে সময়ে অনুশীলনের মাঝে উঠে পড়তে দেখা যায় বেয়ারস্টোকে। তাঁর বাঁ হাঁটুতে আইসপ্যাক লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল, বাঁ হাটুতেই চোট পেয়েছেন তিনি। তবে বেয়ারস্টো কতটা গুরুতর চোট পেয়েছেন, সেই বিষয়ে এখনও ইংল্যান্ডের দলের তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ধোনির স্টাইলে মার্করামকে বিদ্যুৎ গতিতে রান-আউট করলেন বাটলার, ভিডিয়ো
বেয়ারস্টোরল চোটের আসল কারণ জানা যায়, যখন ইংল্যান্ডের ক্রিকেটার রিস টপলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, স্যাম কারানকে কাঁধে তুলে অনুশীলন করছেন বেয়ারস্টো। সেই কসরত করতে গিয়েই বেয়ারস্টো চোট পেয়েছেন বলে খবর।
বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। তার আগে বেয়ারস্টোর মতো দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট হয়ে যাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা। গত কয়েক মাস ধরে যেখানে বেশ ভালো ছন্দে রয়েছেন বেয়ারস্টো। নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে বড় রানও পেয়েছেন। স্বাভাবিক ভাবেই তাঁর চোট চিন্তা বাড়াবে ব্রিটিশ টিমের। বেয়ারস্টো একান্ত খেলতে না পারলে, ইংল্যান্ডের মিডল অর্ডারে খেলতে পারেন ফিল সল্ট বা হ্যারি ব্রুকের মধ্যে কেউ একজন।
এ দিকে ভারতের বিরুদ্ধে পরপর টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে হেরে এমনিতেই চাপে রয়েছে ইংল্যান্ড। তার উপর বেয়ারস্টোর চোট গোদের উপর বিষফোঁড়া।
For all the latest Sports News Click Here