ENG vs NZ: লর্ডস টেস্টে কিউয়িদের পথের কাঁটা জো রুট, লড়াই উত্তেজক করলেন স্টোকস
পেন্ডুলামের মতো দুলছে লর্ডস টেস্টের ভাগ্য। একবার ম্যাচের রাশ নিউজিল্যান্ডের হাতে থাকে তো পরক্ষণেই ইংল্যান্ড চালকের আসনে চলে যায়। আপাতত তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি দেখাচ্ছে। তবে এপর্যন্ত ম্যাচের গতিপ্রকৃতির দিকে তাকালে নিউজিল্যান্ডকে একেবারে লড়াইয়ের বাইরে ছিটকে দেওয়া যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই এটা বলা যায় যে, কিউয়িদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে জো রুট।
দ্বিতীয় দিনের শেষে ম্যাচে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তারা ২২৭ রানে এগিয়েছিল এবং হাতে ছিল ৬টি উইকেট। ডারিল মিচেল ৯৭ রান করে এবং টম ব্লান্ডেল ব্যক্তিগত ৯০ রানে নট-আউট ছিলেন। তৃতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে মিচেল সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় ব্লান্ডেলকে। মিচেল ১০৮ ও ব্লান্ডেল ৯৬ রানে আউট হন।
দুই তারকা ফিরতেই ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২৮৫ রানো। সুতরাং, প্রথম ইনিংসের ৯ রানের লিড বাদ দিলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্র দাঁড়ায় ২৭৭ রানের। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন নবাগত ম্যাথিউ পটস। ১টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড একসময় ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে। অ্যালেক্স লিস ২০, জ্যাক ক্রাউলি ৯, ওলি পোপ ১০ ও জনি বেয়ারস্টো ১৬ রানে আউট হন। পঞ্চম উইকেটের জুটিতে ৯০ রান যোগ করেন রুট ও স্টোকস। শেষে স্টোকস ৫৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন। জো রুট অপরাডিত থাকেন ৭৭ রানে। সঙ্গে ৯ রানে ব্যাট করছেন বেল ফোকস।
আপাতত তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড শেষ ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২১৬ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার আরও ৬১ রান। হাতে রয়েছে ৫টি উইকেট। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বয়ে কাইল জেমিসন ৪টি ও ট্রেন্ট বোল্ট ১টি উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here