ENG vs AUS: লিয়নের বলে আজব ভাবে আউট ব্রক, না দেখলে বিশ্বাস করবেন না- ভিডিয়ো
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক একেবারেই অস্বাভাবিক ভাবে আউট হলেন। এমন ভাবেও কেউ আউট হতে পারেন কেউ, তা না দেখলে বিশ্বাস করা যেত না।
ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই করছে দুই দল। টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছেন। আর অস্ট্রেলিয়া বল হাতে দুরন্ত ছন্দে রয়েছে। শুক্রবার প্রথম দিন লাঞ্চের আগে৩ উইকেট হারিয়ে বসে ছিল। তার আগে বেন ডাকেট এবং অলি পপকে ফিরিয়েছিলেন যথাক্রমে হ্যাজেলউড এবং নাথান লিয়ন। প্রথম সেশনের ২৭তম ওভারে ১২৪ রানের মাথায় জ্যাক ক্রোলিকে সাজঘরে ফেরান বোল্য়ান্ড। তার পর ব্রুক এবং জো রুট মিলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এবং ইংল্যান্ড তাদের রান রেট উচ্চতা বজায় রেখেছিলেন।
তবে মধ্যাহ্নভোজের বিরতির পর মিডল-অর্ডার প্লেয়ার হ্যারি ব্রুক একেবারে অদ্ভূত ভাবে আউট হন। খেলার দ্বিতীয় সেশনে ২৪ বছর বয়সী ব্রুক প্রথম ২১ বলে দুরন্ত ছন্দে ২৫ রান করে ফেলেছিলেন। কিন্তু লিওনের বলে তিনি মাত্র একটি চার মারতে পেরেছিলেন। আর অজি তারকা স্পিনারের বলেই তিনি াউট হন। ব্রুক নিজেও বুঝতে পারেননি তিনি এ ভাবে আউট হয়ে যাবেন।
লিয়ন ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ব্রুককে ফেরান। লিয়ন ভালো লেন্থে বলটি রেখেছিলেন। অতিরিক্ত বাউন্স ও স্পিন ছিল বলে। ব্রুক বলটি ঠিক করে বুঝতেই পারেনি। তিনি খেলার কোনও চেষ্টাই করেননি। বলটি ছাড়তে গেলেও ব্রুকের প্যাডে লাগে। এটি লব-আপ করা হয়েছিল এবং কেউ জানত না, বলটি কোথায় গিয়েছে। বলটি তখন ব্যাটারের পিছনে এবং স্টাম্পের সামনে এসে গড়িয়ে পড়ে স্টাম্প ভেঙে দেয়।
এমন আউট দেখে ধারাভাষ্যকাররাও বিস্মিত হয়েছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং স্বীকার করেছেন যে, তিনি অনেক ধরণের আউট জীবনে কখনও দেখেননি। পন্টিং বলেই ফেলেন, ‘আমি অনেক ধরনের আউট দেখেছি, কিন্তু এ রকম আউট দেখিনি।’
For all the latest Sports News Click Here