ENG vs AUS: ধোনিকে পিছনে ফেলে নয়া নজির স্টোকসের, লিডসে তৈরি হল একাধিক রেকর্ড
শুভব্রত মুখার্জি : চলতি অ্যাশেজ সিরিজে লিডসে অর্থাৎ হেডিংলিতে তৃতীয় টেস্টে নামার আগে বেশ চাপে ছিল ইংল্যান্ড দল। এজবাস্টনে প্রথম টেস্টে দুই উইকেটে হেরেছিল ইংল্যান্ড। লর্ডস টেস্টে ৪৩ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে লিডসে নেমেছিল অজিরা। ফলে এই টেস্টে হারলেই ইংল্যান্ড সিরিজ হেরে বসে থাকত। এমন অবস্থায় দাঁড়িয়ে লিডস টেস্টে অনবদ্য জয় ছিনিয়ে নিল তারা। ফলে আপাতত সিরিজে টিকে থাকল বেন স্টোকস বাহিনী। শুধু টিকে থাকাই নয়, লিডসে একাধিক নজির তৈরি হল। পাশাপাশি অধিনায়ক ধোনির নজিরও ভেঙে দিলেন বেন স্টোকস।
আরও পড়ুন: প্রথম ইনিংসে ২৩ রানে ৬ উইকেট পড়ে, সেখানেই পিছিয়ে পড়ি- ব্যাটারদের দুষলেন কামিন্স
জয়ের জন্য ২৫১ রান তাড়া করার সময়ে ইংল্যান্ডের ত্রাতা হয়ে দেখা দেন হ্যারি ব্রুক। ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। তবে ব্রুক আউট হয়ে যাওয়ার সময়ে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। এই সময়ে ব্যাট করতে নেমে একটি ঝোড়ো ইনিংস উপহার দেন মার্ক উড। মাত্র ৮ বলে ১৬ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি। ক্রিস ওকস চার মেরে জয় সুনিশ্চিত করেন। মার্ক উড প্রথম ইনিংসেও ৮ বলে করেছিলেন ২৪ রান। অর্থাৎ ম্যাচে ১৬ বল খেলে তিনি করেছেন মোট ৪০ রান। স্ট্রাইক রেট ২৫০। টেস্ট ইতিহাসে কমপক্ষে ১০ টি বল খেলা ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি স্ট্রাইক রেট রাখার নজির গড়েন তিনি।
আরও পড়ুন: ৭৫ করে দলকে জেতালেন ব্রুক, সঙ্গে গড়ে ফেললেন দ্রুততম হাজার রানের রেকর্ড
২৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের ক্ষেত্রেও নজির গড়লেন অধিনায়ক বেন স্টোকস। এই নিয়ে পাঁচটি টেস্টে স্টোকস বাহিনী ২৫০ বা তার বেশি রান তাড়া করে জিতলেন। ধোনির ভারত এই কৃতিত্ব অর্জন করেছিলেন চারটি টেস্টে। রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া এবং ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ এই কৃতিত্ব দেখিয়েছিলেন তিনটি টেস্টে। অন্যদিকে লিডসে এই নিয়ে টানা পাঁচটি টেস্টে জিতল ইংল্যান্ড। ২০১৮ সালের জুনে পাকিস্তান, ২০১৯ সালের অগস্টে অস্ট্রেলিয়া, ২০২১-র অগস্টে ভারত এবং ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জেতে স্টোকস বাহিনী। উল্লেখ্য ইংল্যান্ডের মাটিতে ২০০১ সালের পর অজিরা আর কোন অ্যাশেজ সিরিজেও জেতেনি।
For all the latest Sports News Click Here