EB-র বিরুদ্ধেও ৩ পয়েন্ট চাই- প্লে-অফে জায়গা পাকা করেই ডার্বির ভাবনায় ডুবল ATKMB
এই প্রথম পেশাদার জীবনে কোনও একটি ম্যাচে জোড়া গোল করলেন কার্ল ম্যাকহিউ। তাই শনিবার যুবভারতীর ম্যাচটা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ দিন তাঁর দেওয়া দুই গোলই এটিকে মোহনবাগানকে জয় এনে দেয় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই জয়ের ফলে চলতি আইএসএলের প্লে-অফ পর্বে জায়গা পাকা করে নিল গত বারের সেমিফাইনালিস্টরা।
দলকে জেতানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইরিশ মিডফিল্ডার ম্যাকহিউ বলেন, ‘আমি কখনও এক ম্যাচে জোড়া গোল করিনি। তাই এই ম্যাচটা স্পেশাল। ক্লাবের সমর্থক, কোচ, কর্তা, স্টাফদের জন্য আরও খুশি আমি। নক আউটে যে-ই গোল করুক খুবই খুশি হব। সম্ভবত দ্বিতীয় গোলটা বেশি ভালো ছিল। কারণ, শটটা অনেক জোরালো ছিল। আর এই গোলেই আমরা জিতি। আমার বান্ধবী ওরলাকে এই গোলগুলো উৎসর্গ করতে চাই।’
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লিগের প্রথম মুখোমুখিতেও এটিকে মোহনবাগান ৫-২ গোলে জিতেছিল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন দিমিত্রি পেত্রাতোস। আর এ দিন জোড়া গোল করলেন ম্যাকহিউ। তবে কোচির সেই ম্যাচে যতটা দাপট নিয়ে জিতেছিল সবুজ-মেরুন শিবির এ বার ততটা আধিপত্য বিস্তার করতে পারেনি তারা। হাড্ডাহাড্ডি ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দুই দলই। ম্যাচ নিয়ে ম্যাকহিউ বলেন, ‘জানতাম যে ম্যাচটা কঠিন হবে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। আমাদের তিন পয়েন্ট পাওয়া খুবই জরুরি ছিল। এক গোলে পিছিয়ে যাওয়ার পরেও দলের সবাই চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। কোচ এবং দলের কথা শুনেই আমরা খেলি। কারণ, ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা। আশা করি, মরশুমের বাকি ম্যাচগুলোতেও এ রকমই খেলব।’
আরও পড়ুন: ত্রাতা ম্যাকহিউ, ১০ জনের কেরালাকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করল ATKMB
এমন এক গুরুত্বপূর্ণ জয় নিয়ে দলের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোও খুশি। তাঁর দাবি, এই জয় আসন্ন ডার্বিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। তিনি বলেও দেন, ‘এ বার আমরা ডার্বি নিয়ে ভাবব। তবে আমাদের কোনও চাপ নেই। আমরা পেশাদার। আমরা ভালো খেললে এ রকম খুশি হওয়ার মতো ফলই হবে। পরের ম্যাচে আমরা তিন নম্বরে ওঠার সুযোগ পাব। আশা করি, দলের ছেলেরা এই কথা মাথায় রেখেই এই ম্যাচে নামবে। ডার্বি বলে আলাদা করে না ভাবাই ভালো। জানি, কলকাতায় ডার্বিতে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে। এই পরিবেশটা হয়তো আমাদের শেষ ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে সাহায্য করবে। আমাদের এখনও তিন পয়েন্ট অবশ্যই দরকার।’
আরও পড়ুন: ফেরান্দোর পারফরম্যান্সে অখুশি ATKMB কর্তৃপক্ষ, পুরনো কোচকে ফেরানোর ভাবনা
ডার্বি-ভাবনা ঢুকে পড়েছে ম্যাকহিউয়ের মনেও। শনিবারের ফিরত ডার্বি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘ডার্বি মানেই কঠিন ম্যাচ। আমি যখন থেকে এই ক্লাবে যোগ দিয়েছি, তখন থেকেই ডার্বিতে আমাদের রেকর্ড খুবই ভাল। সেটাই বজায় রাখতে চাই। প্রস্তুতিও সে ভাবেই নেওয়া হবে। ইস্টবেঙ্গলের কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে ওদের দিকে বেশি না তাকিয়ে নিজেদের দিকে তাকানোই ভালো। এই ম্যাচ থেকে আমরা অনেকটা আত্মবিশ্বাস ও শক্তি পেয়ে গেলাম। শুধু মনসংযোগটা ঠিকঠাক রাখতে হবে।’
এ দিন সবুজ-মেরুনের অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল হলুদ কার্ড দেখায় তিনি আর ডার্বি খেলতে পারবেন না। তবে সে জন্য উদ্বিগ্ন নন কোচ ফেরান্দো। বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, খেলোয়াড়ও রয়েছে। তাই কেউ কার্ড সমস্যায় পড়লে বা কারও চোট হলে, তার বিকল্প আমাদের দলে থাকে। ব্রেন্ডন ভালো ফুটবলার। আমি ওকে খেলাতে পছন্দও করি। কিন্তু এক্ষেত্রে আমাদের স্লাভকো আছে। ও ভালোই খেলছে। এখন আমাদের একটা ভালো পরিকল্পনা তৈরি করে দলকে প্রস্তুত করতে হবে।’
এ দিন চোট সারিয়ে ফেরা হুগো বৌমাস ৪৫ মিনিটের বেশি খেলতে পারেননি। শুধু চোট নয়, সম্ভবত তিনি শারীরিক ভাবেও অসুস্থ। অন্তত কোচের কথা শুনে তেমনই মনে হল। ফেরান্দো বলেন, ‘বৌমাসের শরীরও ভালো নেই। তবু ও ৪৫ মিনিট খেলেছে। শারীরিক ভাবে এর বেশি খেলা ওর পক্ষে সম্ভব ছিল না।’ সম্ভবত ডার্বির কথা ভেবেই বৌমাসকে বাড়তি ঝুঁকির মুখে ফেলেননি ফেরান্দো।
For all the latest Sports News Click Here