East Bengal vs Eastern Rail Live:রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে ৩ গোলে লাল-হলুদের
East Bengal vs Eastern Rail Live Scores: কলকাতা ফুটবল লিগে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং ইস্টার্ন রেল। গত ম্যাচে দুর্দান্ত খেলা ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে? ম্যাচের যাবতীয় টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
East Bengal vs Eastern Rail Live Scores: সুযোগ নষ্ট করল ইস্টার্ন রেল
৪০ মিনিট- পাল্টা চাপ পাড়াতে ইস্টার্ন রেলের ফুটবলার গোলের দিকে বল নিয়ে যাচ্ছেন। শুধু গোলরক্ষক, আর কেউ নেই। কিন্তু না পারলেন না। একেবারে সহজ সুযোগ নষ্ট।
East Bengal vs Eastern Rail Live Scores: ৩ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল
৩৫ মিনিট- সেই একই ভুল। ইস্টার্ন রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করলেন আমান। ৩-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
East Bengal vs Eastern Rail Live Scores: ফের গোল ইস্টবেঙ্গলের
৩০ মিনিট- রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করলেন লাল হলুদের কুইতে। ২-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
East Bengal vs Eastern Rail Live Scores: কার্ড দেখলেন লিজো
২৫ মিনিট- বল নিয়ে এগিয়ে যাচ্ছেন ইস্টার্ন রেলের ফুটবলার। তাঁকে বাঁধা দিলেন লিজো। ফাউল করায় হলুদ কার্ড দেখতে হল লিজোকে।
East Bengal vs Eastern Rail Live Scores: ফ্রি কিক আদায় লাল হলুদের
২০ মিনিট- ফ্রি কিক থেকে শট নিলেন দীপ। কিন্তু গোলরক্ষক আটকে দিলেন ঠিক কথা। সেখান থেকে গোওওওল করলেন অভিষেক।
East Bengal vs Eastern Rail Live Scores: ফের গোলের সুযোগ তৈরি করল ইস্টবেঙ্গল
১৮ মিনিট- মুহূর্মুহূ আক্রমণ করছে ইস্টবেঙ্গল। ফের গোলের সুযোগ। পেনাল্টি বক্সের মধ্যে বল নিয়ে এগিয়ে চলেছেন। কিন্তু রেলের একাধিক ফুটবলার। সুযোগ ছিল। কিন্তু হল না। বিপদ মুক্ত হল বল।
East Bengal vs Eastern Rail Live Scores: বল দখলে এগিয়ে ইস্টবেঙ্গল
১৫ মিনিট- এখনও পর্যন্ত ১৫ মিনিট খেলা হয়েছে, তাতে ইস্টবেঙ্গল বল নিজেদের দখলে রেখেছে ৭৬ শতাংশ। এর থেকেই পরিস্কার ইস্টবেঙ্গল দাপট বজায় রেখেছে।
East Bengal vs Eastern Rail Live Scores: গোলের সুযোগ পেয়েও হাতছাড়া
১০ মিনিট- ইস্টবেঙ্গলের আমানের পায়ে বল। পারবেন গোল করতে? দূরপাল্লার শটে উড়িয়ে দিলেন বল। না গোল হল না। বার পোস্টের উপর থেকে চলে গেল বল।
East Bengal vs Eastern Rail Live Scores: অবশেষে বৃষ্টি থামল
৪ মিনিট- ম্যাচ শুরুর আগেই নামে বৃষ্টি। দৃশ্যমানতা কমও থাকে। তবে স্বস্তির খরব বৃষ্টি কমেছে। কিন্তু বল গ্রিপ করতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে ফুটবলারদের।
East Bengal vs Eastern Rail Live Scores: শুরু থেকে গতি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
২ মিনিট- সবে মাত্র খেলা শুরু হয়েছে। শুরু থেকেই গতি বাড়িয়েছে লাল-হলুদ। গোলের দিকে বল নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু না হল না। পেনাল্টি বক্সের মধ্যে জটলা। গোল করতে পারল না লাল-হলুদ। বিপদ মুক্ত করলেন ইস্টার্ন রেলের ফুটবলার।
East Bengal vs Eastern Rail Live Scores: বৃষ্টির মধ্যেই শুরু হল ইস্টবেঙ্গল ম্যাচ ইস্টার্ন রেল ম্যাচ
বৃষ্টির মধ্যেই বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করে দিলেন ম্যাচ। চার বছর পর ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের আসর। গ্যালারিতেও সমর্থকরা ভিড় জমিয়েছেন।
East Bengal vs Eastern Rail Live Scores: ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
রনজিৎ সরকার (গোলরক্ষক), গুরসিমরৎ সিং গিল, শুভেন্দু মান্ডি, লিজো, মহম্মদ রাকিব, তন্ময় দাস, অভিষেক কুঞ্জম, গুইতে ভানলালপেকা, নীরঞ্জন মণ্ডল, আমান, দীপ সাহা।
East Bengal vs Eastern Rail Live Scores: ইস্টার্ন রেলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
বিকাশ রায় (গোলরক্ষক), জয় ভট্টাচার্য্য, বিট্টু প্রধান, জিৎ নন্দী, গোপাল দাস, সাগর কুমার কামারু, এস হাওয়ালাধার, অমিত রাজবংশী, কৈলাস রাম, সুদীপ কুমার দাস, সুমিত ওরাও।
East Bengal vs Eastern Rail Live Scores: ম্যাচের আগের শুরু বৃষ্টি
৪ বছর পর ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের ম্য়াচ বসছে। তার আগেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কালো মেঘের আন্ধকার নেমে এসেছে গোটা মাঠে। কৃত্রিম বাতিস্তম্ভের আলো জ্বলে উঠেছে।
East Bengal vs Eastern Rail Live Scores: লাল-হলুদকে আটকাতে কতটা প্রস্তুত ইস্টার্ন রেল?
গত ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করলেও যে লাল-হলুদ এই ম্যাচে পিছিয়ে রয়েছে তা একেবারেই বলা যাবে না। সেক্ষেত্রে এই ম্যাচে ইস্টার্ন রেল পিছিয়ে নামছে ঠিক কথা। কিন্তু মোটেই ছোট করে দেখা হচ্ছে না। কারণ কলকাতা লিগে ছোট দলগুলির কাছে আটকে গিয়েছে বড় দলগুলি। উদাহরণ হিসাবে বলা যেতেই পারে ইস্টবেঙ্গল বনাম বিএসএস ম্যাচ এবং মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ। ফলে ৯০ মিনিটের বাঁশি না বাজা পর্যন্ত কোনও কিছুই বলা সম্ভব নয়।
East Bengal vs Eastern Rail Live Scores: গত ম্যাচের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?
নৈহাটি স্টেডিয়ামে গত ম্যাচে ইস্টবেঙ্গল খেলতে নামে বিএসএসের বিরুদ্ধে। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এগিয়ে থাকলেও ইঞ্জুরি টাইমে গোল গজম করে ড্র করতে হয় লাল-হলুদকে। এবার নিজেদের ঘরের মাঠে গত ম্যাচের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বিনো জর্জের ছেলেরা।
CFL 2023 LIVE: শুক্রবার কোন দল খেলতে নামছে?
শুক্রবার কলকাতা লিগে দুটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচে খেলতে নামবে পাঠচক্র এবং ডালহৌসি স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ক্যালকাটা ফুটবল ক্লাব।
East Bengal vs Eastern Rail Live Scores: গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ড্র! ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?
কলকাতা লিগে গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ১-১ ড্র করে ইস্টবেঙ্গল। সেই ধাক্কা কাটিয়ে আজ দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নামছে লাল-হলুদ। এখন এটাই দেখার ড্রয়ের ধাক্কা কাটিয়ে কামব্যাক করতে পারে কিনা বিনো জর্জের ছেলেরা।
For all the latest Sports News Click Here