Duleep Trophy: প্রথম দিনই লড়াইয়ে অভিমন্যু বনাম শিবম মাভি, বাকিরা কবে নামছে?
মর্যাদাপূর্ণ দলীপ ট্রফি বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ২৮ জুন থেকে। আর প্রথম দিন আলুর ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে মধ্যাঞ্চল। পাশাপাশি একই দিনে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তর পূর্বাঞ্চল খেলবে উত্তরাঞ্চলের বিরুদ্ধে।
নর্থ ইস্ট জোন ঘরোয়া এই প্রথম-শ্রেণীর টুর্নামেন্টের ষষ্ঠ তথা নবতম সংযোজন। এই ম্যাচগুলো কোয়ার্টার ফাইনাল হিসেবে খেলা হবে। যে দল জিতবে, তারা সেমিফাইনালে উঠবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল এবং রানার্স আপ দক্ষিণাঞ্চল তাদের আগের মরশুমের পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি সেমিফাইনালে প্রবেশের সুযোগ পেয়েছে। দলীপ ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই চিন্নাস্বামী স্টেডিয়ামে। যেখানে ফাইনালে ওঠা দুই শীর্ষস্থানীয় দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে।
আরও পড়ুন: ১৬ বলে ৯০ রান, MPL 2023-এ চমক দেখাল ১৮ বছরের আরশিন- ভিডিয়ো
দলীর ট্রফির স্কোয়াড:
পশ্চিমাঞ্চল: প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, হারভিক দেশাই (উইকেটরক্ষক), পৃথ্বী শ, হেত প্যাটেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, অর্পিত ভাসাভাদা, অতীত শেঠ, শামস মুলানি, যুবরাজ দোদিয়া, ধর্মেন্দ্র চেতনা, জাকারেন্দ্র চেতনা, চিন্তন গাজা, আরজান নাগওয়াসওয়ালা।
দক্ষিণাঞ্চল: হনুমা বিহারী (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, রিকি ভুই (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), আর সমর্থ, ওয়াশিংটন সুন্দর, সচিন বেবি, প্রদোষ রঞ্জন পাল, সাই কিশোর, ভি কাভেরাপা, ভি বৈশাক, কেভি শশিকান্ত, দর্শন মিসল, তিলক বর্মা।
পূর্বাঞ্চল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), শাহবাজ নাদিম (সহ-অধিনায়ক), শান্তনু মিশ্র, সুদীপ ঘরামি, রিয়ান পরাগ, এ মজুমদার, বিপিন সৌরভ, এ পোড়েল (উইকেটরক্ষক), কে কুশাগরা (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশ দীপ, অনুকুল রায়, এম মুরা সিং, ইশান পোড়েল।
আরও পড়ুন: লোকের সহানুভূতি চাইনি, তাই টুইট করেছিলাম- WTC Final শেষ হতেই বার্তা দেওয়া নিয়ে সাফাই অশ্বিনের
উত্তরাঞ্চল: মনদীপ সিং (অধিনায়ক), প্রশান্ত চোপড়া, ধ্রুব শোরে, মনন ভোরা, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), অঙ্কিত কুমার, এএস কালসি, হর্ষিত রানা, আবিদ মুস্তাক, জয়ন্ত যাদব, পুলকিত নারাং, নিশান্ত সান্ধু, সিদ্ধার্থ কৌল, বৈভব আরোরা, বালতেজ সিং।
মধ্যাঞ্চল: শিবম মাভি (অধিনায়ক), উপেন্দ্র যাদব (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), বিবেক সিং, হিমাংশু মন্ত্রী, কুণাল চান্দেলা, শুভম শর্মা, আমনদীপ খারে, রিঙ্কু সিং, অক্ষয় ওয়াদকার, ধ্রুব জুরেল, সৌরভ কুমার, মানব সাথর, সারাংশ জৈন, আবেশ খান, যশ ঠাকুর।
উত্তর-পূর্বাঞ্চল: রঙ্গসেন জোনাথন (অধিনায়ক), নীলেশ লামিচানে (সহ-অধিনায়ক), কিষাণ লিংডো, ল্যাংলোনিয়াম্বা, এ.আর. আহলাওয়াত, জোসেফ লালথানখুমা, প্রফুল্লমানি (উইকেটরক্ষক), ডিপ্পু সাংমা, জোতিন ফেইরোইজাম, ইমলিওয়াতি লেমতুর, পালজোর তামাং, কিষাণ সিনহা, আকাশ কুমার চৌধুরী, রাজকুমার রেক্স সিং, নাগাহো চিশি,
রিজার্ভ: লি ইয়ং লেপচা, নাবাম আবো, ডিকা রাল্টে।
For all the latest Sports News Click Here