Duleep Trophy: পূজারাও নির্ভরতা দিতে ব্যর্থ, জাদেজাকে নিয়ে বিপর্যয় রোধ অতীতের
এমনটা নয় যে, প্রথম দিনের শেষে পশ্চিমাঞ্চল সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধুঁকতে থাকা দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন অতীত শেঠ। চেতেশ্বর পূজারার প্রতিরোধ ভেঙে পড়ার পরে ধর্মেন্দ্রসিং জাদেজাকে সঙ্গে নিয়ে পঞ্চিমাঞ্চলের হয়ে লড়াই চালান অতীত।
আলুরে দলীপ ট্রফির সেমিফাইনালে সম্মুখসমরে নামে পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্চিমাঞ্চল। তারা প্রথম দিনের লাঞ্চে ৩১ ওভার ব্যাট করে ৬৩ রান সংগ্রহ করে। যদিও দিনের প্রথম সেশনেই টপ-মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যানের উইকেট হারাতে হয় প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চলকে।
দ্বিতীয় সেশনে পঞ্চিমাঞ্চল আরও ২টি উইকেট হারায়। চায়ের বিরতিতে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১৪৫ রান। শেষমেশ প্রথম দিনের শেষে ৯০ ওভার ব্যাট করে পঞ্চিমাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৮ উইেকেটের বিনিময়ে ২১৬ রান সংগ্রহ করে।
সাত নম্বরে ব্যাট করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন অতীত। তিনি শেষ পর্যন্ত ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ৭৪ রান করে আউট হন। জাদেজাকে সঙ্গে নিতে অতীতের ৭৩ রানের পার্টনারশিপটাই শেষমেশ পশ্চিমাঞ্চলকে ভদ্রস্ত রানে পৌঁছতে সাহায্য করে।
আরও পড়ুন:- Ashes 2023: অ্যান্ডারসন বাদ, ফিরলেন মইন, হেডিংলে টেস্টের প্রথম একাদশে তিনটি বদল ইংল্যান্ডের
এছাড়া প্রথম দিনে চেতেশ্বর পূজারা আউট হন ব্যক্তিগত ২৮ রানে। ১০২ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। সেট হয়ে উইকেট দিয়ে আসেন পৃথ্বী শ। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ২৬ রান করে আউট হন পৃথ্বী। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন প্রিয়ঙ্ক পাঞ্চাল।
ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৭ রান করেন। শিবম মাভির বলে জুরেলের হাতে ধরা দিয়ে সাজঘরের পথে হাঁটা লাগান সূর্য। খাতা খুলতে পারেননি সরফরাজ খান। ১২ বলের নড়বড়ে ইনিংস খেলে মাভির বলে বোল্ড হন তিনি।
আরও পড়ুন:- টেস্টের প্র্যাক্টিসে রিভার্স সুইপ কোহলি-বাবরের, ব্যাজবলের ছোঁয়াচে রোগে ধরল নাকি?- ভিডিয়ো
হেত প্যাটেল ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ধর্মেন্দ্রসিং জাদেজা ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯১ বলে ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে চিন্তন গাজা নট-আউট থাকেন ব্যক্তিগত ১৩ রানে। ৪২ বলের সতর্ক ইনিংসে তিনি এখনও কোনও বাউন্ডারি মারেননি। ২৮ বলে ৫ রান করে অপরাজিত থাকেন আর্জান নাগওয়াসওয়ালা। তিনিও কোনও বাউন্ডারি মারেননি।
প্রথম দিনে মধ্যাঞ্চলের হয়ে একাই ৪টি উইকেট নেন ক্যাপ্টেন শিবম মাভি। ১টি করে উইকেট নেন আবেশ খান, যশ ঠাকুর, সৌরভ কুমার ও সরাংশ জৈন।
For all the latest Sports News Click Here