Duleep Trophy:জাফরকে টপকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতের পঞ্চপাণ্ডবের দলে পূজারা
এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপের আসরে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৯ হাজার রানের মাইলস্টোন টপকে যান চেতেশ্বর পূজারা। এবার দলীপ ট্রফির ফাইনালে ব্যাট করতে নেমে তিনি গড়ে ফেলেন আরও একটি অনবদ্য নজির। প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েন চেতেশ্বর। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দেন ওয়াসিম জাফরকে।
চিন্নাস্বামীতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দলীপ ফাইনালের প্রথম ইনিংসে ১টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৯ রান করে আউট হন পূজারা। তাঁর এই সংক্ষিপ্ত ইনিংসটির পরে ফার্স্ট ক্লাস ক্রিকেটে চেতেশ্বরের সার্বিক সংগ্রহ দাঁড়ায় ১৯৪১৪ রান। ২৫৪টি ম্যাচের ৪১৮টি ইনিংসে ব্যাট করতে নেমে এই রান সংগ্রহ করেছেন তিনি।
ওয়াসিম জাফর ২৬০টি ফার্স্ট ক্লাস ম্যাচের ৪২১টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৪১০ রান সংগ্রহ করেছেন। জাফরকে টপকাতে পূজারার প্রয়োজন ছিল মাত্র ৬ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।
আরও পড়ুন:- TNPL 2023 Final: শাহরুখদের অর্ধেক রানও করতে পারলেন না কার্তিকরা, নেল্লাইকে লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন কোবাই কিংস
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় পূজারার আগে রয়েছেন কেবল সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ। গাভাসকর, সচিন ও দ্রাবিড়কে টপকাতে এখনও অনেকটা পথ হাঁটতে হবে পূজারাকে। তবে খুব তাড়াতাড়িই তিনি লক্ষ্মণকে টপকে এই তালিকায় চার নম্বরে উঠে আসতে পারেন।
ভারতীয়দের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে কিংবদন্তি সুনীল গাভাসকরের নামে। তিনি ৩৪৮টি ম্যাচের ৫৬৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৮৩৪ রান সংগ্রহ করেছেন। লাল বলের ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি ও ১০৫টি হাফ-সেঞ্চুরি করেছেন সানি। পূজারা সেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৬০টি সেঞ্চুরি ও ৭৬টি হাফ-সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন:- IND vs WI: পিতা-পুত্রের অঙ্কে ফুলমার্কস অশ্বিনের, চন্দ্রপলদের ফিরিয়ে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন- ভিডিয়ো
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটাররা:-
১. সুনীল গাভাসকর- ২৫৮৩৪ রান
২. সচিন তেন্ডুলকর- ২৫৩৯৬ রান
৩. রাহুল দ্রাবিড়- ২৩৭৯৪ রান
৪. ভিভিএস লক্ষ্মণ- ১৯৭৩০ রান
৫. চেতেশ্বর পূজারা- ১৯৪১৪ রান
৬. ওয়াসিম জাফর- ১৯৪১০ রান
৭. বিজয় হাজারে- ১৮৭৪০ রান
৮. গুণ্ডাপ্পা বিশ্বনাথ- ১৭৯৭০ রান
উল্লেখ্য, চলতি দলীপ ট্রফির তিনটি ইনিংসে ব্যাট করতে নেমে যথাক্রমে ২৮, ১৩৩ ও ৯ রান সংগ্রহ করেন পূজারা। চেতেশ্বরের শতরানে ভর করেই সেমিফাইনালে মধ্যাঞ্চলকে পরাজিত করে পশ্চিমাঞ্চল।
For all the latest Sports News Click Here