DRS বাঁচাতে অভিনব পন্থা নিল অজিরা! স্মিথ অনৈতিক আচরণ করছেন কিনা উঠল প্রশ্ন
নিজেদের কোটার রিভিউ নিচ্ছে না। কিন্তু স্টাম্পিংয়ের আবেদন করে ব্যাটার অন্য কোনওভাবে আউট হয়েছেন কিনা, তা দেখে নেওয়ার নয়া পন্থা বের করল অস্ট্রেলিয়া। তার ফলে নিজেদের কোটার রিভিউও নষ্ট না করেই আসল কাজটা হয়ে যাচ্ছে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ স্টিভ স্মিথদের সেই কৌশলের প্রশংসা করলেও অনেকের বক্তব্য, আইনের ফাঁক গলে অনৈতিক কাজ করছেন অজিরা।
ইন্দোর টেস্টে স্মিথের নেতৃত্বাধীন সেই কৌশল নিয়েছে। যে স্মিথের অধিনায়কত্বের সময় বল-বিকৃতি কাণ্ডে বিদ্ধ হয়েছিল অস্ট্রেলিয়া। এক বছরের জন্য নির্বাসিতও হয়েছিলেন স্মিথ। সেই স্মিথের অধিনায়কত্বে ইন্দোর টেস্টে খেলতে নেমে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বাঁচানোর উদ্ভট পন্থা নিয়েছে অস্ট্রেলিয়া। যে কাজটা করছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি।
কী করছেন অজিরা?
ক্রিজের মধ্যে স্পষ্টতই ব্যাটারদের পা থাকলেও স্টাম্পের বেল ফেলে দিচ্ছে অস্ট্রেলিয়া। তারপর স্টাম্পের আবেদন করছে। ইন্দোরে প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে সেই কাজটা করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে যখন অক্ষর ব্যাট করছিলেন, তখনও সেই একই কৌশল নিয়েছেন কেরি, স্মিথরা। অশ্বিন এবং অক্ষরদের পা ক্রিজের মধ্যে থাকলেও বেল ফেলে দিয়ে স্টাম্পিংয়ের আবেদন করছেন।
কেন সেই কৌশল নিয়েছেন অজিরা?
সেই উত্তরটা একেবারে সোজা। টেস্টে প্রতিটি ইনিংসে প্রতিটি দল তিনটি (ভুল) ডিআরএস নিতে পারে। অর্থাৎ এক ইনিংসে তিনটি ডিআরএস ভুল নিলে সেই দলের হাতে কোনও রিভিউ পড়ে থাকে না। তারপর অনফিল্ড আম্পায়ারের কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারে না সংশ্লিষ্ট দল। যেমনটা ইন্দোরের অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সময় করেছিল ভারত।
আরও পড়ুন: IND vs AUS 3rd Test: দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে একাই ভারতকে ভাঙলেন নাথান লিয়ন
সেই পরিস্থিতিতে স্টাম্পিংয়ের আবেদনের আড়ালে নিজেদের ডিআরএস বাঁচানোর কৌশল নিয়েছে অস্ট্রেলিয়া। কারণ স্টাম্পিংয়ের আবেদন যখন তৃতীয় আম্পায়ার খতিয়ে দেখেন, তখন তিনি এটাও দেখেন যে বল ব্যাটে লেগেছে কিনা বা প্যাডে লেগেছে কিনা। অর্থাৎ ব্যাটার স্টাম্পিং ছাড়াও অন্য কোনওভাবে আউট হয়েছেন কিনা, তা খতিয়ে দেখেন তৃতীয় আম্পায়ার। অন্য কোনওভাবে আউট হলে আউট দিয়ে দেওয়া হয়। আর অন্য কোনওভাবে আউট না হলেও ফিল্ডিং দলের কোনও ক্ষতি হয় না। কারণ স্টাম্পিংয়ের রিভিউ শুধুমাত্র অনফিল্ড আম্পায়াররা নিতে পারেন। ফিল্ডিং দলের কোটা থেকে রিভিউ নষ্ট হয় না।
আরও পড়ুন: IND vs AUS: স্টার্কের স্টাম্প উড়িয়ে ঘরের মাঠে ১০০ উইকেট, কপিল-শ্রীনাথদের এলিট লিস্টে উমেশ- ভিডিয়ো
পুরো বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এক নেটিজন বলেন, ‘প্রতিবার সুযোগ পেলেই অ্যালেক্স কেরি বেল ফেলে দিচ্ছেন। স্টিভ স্মিথ সরাসরি স্কোয়ার-লেগের আম্পায়ারের কাছে আবেদন করছেন। বিষয়টা একেবারে স্পষ্ট যে স্টাম্পিংয়ের রিভিউয়ের জন্য আবেদন করছেন। যাতে ডিআরএস নষ্ট না হয়।’ অনেকের বক্তব্য, উইকেটকিপারের সেই অনৈতিক কাজ আটকাতে আইনের ফাঁক আটকাতে হবে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘কিপারদের এই কৌশলের বিষয়ে আম্পায়ারদের সতর্ক থাকতে হবে। যাঁরা বেল ফেলে দিয়ে স্টাম্পিংয়ের আবেদন করছেন, যাতে রিভিউ নষ্ট না করেই ব্যাটে বল লেগেছে কিনা, তা দেখতে পারে।’
তারইমধ্যে নেটিজেনদের একাংশের দাবি, পুরোপুরি অনৈতিক কাজ করছেন স্মিথরা। এক নেটিজেন বলেন, ‘অস্ট্রেলিয়া যে স্টাম্পিংয়ের কৌশল নিয়েছে, সেটার যে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা প্রশংসা করছেন, তা দেখে ভালো লাগছে। যদি অশ্বেতাঙ্গ খেলোয়াড় ওই কাজটা করতেন, তাহলে ইংরেজ এবং অজিরা এতক্ষণে খেপে উঠতেন।’ উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির আইনে বৈধ হলেও নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট নিয়ে প্রচুর হইচই করেন ইংরেজ এবং অজিরা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here