DRS নিয়ে রোহিতের পরামর্শই আত্মবিশ্বাস বাড়িয়েছিল- খোলামেলা স্বীকারোক্তি ভরতের
শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের হয়ে অভিষেক হয়েছে কিপার ব্যাটার শ্রীকর ভরতের। প্রথম দু’টি টেস্টেই ভারতের হয়ে খেলেছেন তিনি।নাগপুর এবং দিল্লিতে উইকেটের পিছনে গ্লাভস হাতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে বিশেষজ্ঞদের। গাড়ি দুর্ঘটনার কারণে ঋষভ পন্ত ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন ভরত। বিশেষ করে উইকেটের পিছনে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। যার পিছনে আবার রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি ছোট উপদেশ! ডিআরএস-এর ক্ষেত্রে স্বভাবসিদ্ধ প্রবৃত্তিকে কাজে লাগানোর উপদেশ দেন রোহিত শর্মা!
আরও পড়ুন: নেটে পাশাপাশি জোরদার প্র্যাক্টিস রাহুল, শুভমনের- ইন্দোরে একাদশে সুযোগ পাবেন কে?
নাগপুরে অজিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল শ্রীকর ভরতের। সিরিজ শুরুর প্রথমে ভরতকে ডেকে রোহিত বলেছিলেন, ‘ডিআরএস-এর ক্ষেত্রে তুমিই সেরা বিচারক। তুমি যা উপলব্ধি করবে, সেই বিষয়ে আমাদেরকে মতামত দেবে। কোনও চিন্তা করবে না। ভয়ডরহীন ভাবে আমাকে মতামত দেবে। আমাদের দিকে সিদ্ধান্ত যেতে পারে, নাকি বিপক্ষের দিকে, সেটা পরিষ্কার করে তুমি আমাকে বলবে। খালি নিজের স্বভাবসিদ্ধ প্রবৃত্তিকে কাজে লাগাও।’
আরও পড়ুন: ভুলভাল বকছে হরমন- ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণ আর এক অজি তারকার
২৯ বছরের কিপার ব্যাটার ভরত দিল্লি টেস্টের শেষ ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন। চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে শ্রীকর ভরত টিম ইন্ডিয়ার জয় সুনিশ্চিত করেন। ২২ বলে ২৩ রানে অপরাজিত থেকে যান তিনি। অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে কিপিং করাটা কতটা কঠিন? ভরত জানান, ‘ওরা দুটজনেই বিশ্বমানের স্পিনার। ওদের বিরুদ্ধে কিপিং করাটা খুব কঠিন। আমি এত দিন ঘরোয়া ক্রিকেটে কিপিং করেছি। ১০-১২ বছর খেলেছি, সেই অভিজ্ঞতা কাজে লেগেছে। আমি আমার কাজটা খুব উপভোগ করি। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে এই বিশ্বমানের দুই কিপারের বিরুদ্ধে কিপিং করতে।’
For all the latest Sports News Click Here