DRS নিয়ে এবার সংশয়, জাদেজার আউট নিয়ে উঠে গেল প্রশ্ন, কী বলছেন বিশেষজ্ঞরা?
পোর্ট-অফ-স্পেনে দ্বিতীয় টেস্টের ভারতের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা কি সত্যিই আউট ছিলেন? এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডিআরএস নেওয়ার পরেও প্রযুক্তিগত দিক থেকে কিছু সমস্যা থেকেই যাচ্ছে। এই যেমন জাদেজা আউট হয়েছেন কি না, আল্ট্রা এজ দেখে তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পরেও প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
১০৪তম ওভারে কেমার রোচ অফ স্টাম্পের একটু বাইরে বল করেছিলেন। জাদেজা সেই বলটি মারতে ব্যাট চালিয়েছিলেন। কিন্তু ঠিক মতো ব্যাটে-বলে লাগেনি। ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জোশুয়া দা সিলভার কাছে ক্যাচ চলে যায়। ব্যক্তিগত ৬১ রানে আউট হয়ে যান জাদেজা। প্রথমে অবশ্য ফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাস আউট দেননি। তখন ওয়েস্ট ইন্ডিজ ডিআরএস নেয়। ডিআরএস নেওয়ার পরেও এই আউট নিয়ে থেকে গেল প্রশ্ন। বরং বিষয়টি আরও জটিল হয়ে উঠল।
আরও পড়ুন: হরমন বিতর্কের পর ভারতের ব্যাটিং ধস, ম্যাচ টাই, বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ ড্র
রিপ্লেতে দেখা গিয়েছে, জাদেজার ব্যাটের খুব কাছ দিয়েই বল গিয়েছে। কিন্তু প্রযুক্তিগত সমস্যায় ছবি অস্পষ্ট হওয়ায় ব্যাট এবং বলের সংযোগ হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। তৃতীয় আম্পায়ার তখন মাইকেল গফ আল্ট্রা এজ দেখেন। আর আল্ট্রা এজে একটি পরিষ্কার স্পাইক দেখা যায়। জাদেজার ব্যাট সামনের প্যাডের এত কাছে ছিল যে, তার ভিতরের প্রান্তটি ঝাঁকুনি দেয়। তদুপরি, আল্ট্রা এজ রিপ্লেতে তিনি যে শটটি খেলছিলেন তা স্ট্রেট-ব্যাটের শট বলে মনে হয়েছিল।
আরও পড়ুন: ৯ বছরেও ফাঁড়া কাটল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফের রানআউট কোহলি
এটা পরিষ্কার দেখা যায় যে, ব্যাট এবং প্যাডের সংঘাত হয়নি। কিন্তু যেহেতু সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়, তাই ইরাসমাসকে আগের সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে তৃতীয় আম্পায়ার গফ। ইরাসমাস আউট দেন জডেজাকে। তবে আল্ট্রা এজে দেখানো এই শট নিয়ে বিভ্রান্তি রয়ে গিয়েছে। জাদেজা ১৫২ বলে ৬১ রান করে আউট হন এবং কোনও প্রতিবাদ না করে সাজঘরে ফিরে যান।
যদিও ধারাভাষ্যকাররা দাবি করেছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় আম্পায়ার। কার্টলে অ্যামব্রোজ এবং স্যামুয়েল বদ্রির, ড্যারেন গঙ্গারা দাবি করেছেন, আল্ট্রা এজে ঠিকই দেখিয়েছে। তাঁদের যুক্তি, ‘এটি আসল রিপ্লে এবং বলের অংশ। প্যাড এবং ব্যাটের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। এটি সঠিক আল্ট্রা এজ। এবং শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আম্পায়ারের কোনও ভুল নেই। ডিআরএসের ছবিতে সমস্যা থাকায় অনেকের অন্য রকম মনে হয়ে থাকতে পারে।’
For all the latest Sports News Click Here