Dev-Hiran: ‘বন্ধু’ দেবের উপর কীসের এত রাগ হিরণের? টলিউড দেব-ময় বলেই কি…
ফের একবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় মুখ খুলেছেন সতীর্থ অভিনেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারীর বিরুদ্ধে। দিনকয়েক আগে তাঁর মুখ খোলার ইঙ্গিতে ছিল বান্ধবী রুক্মিণীকে নিয়ে দেবের বিদেশে ঘুরতে যাওয়া। আর এবারে সরাসরি বললেন দেব এনামুল হকের থেকে টাকা নিয়ে ছবি করেছেন।
কেন দেবের উপরে এত রাগ হিরণের? এই নিয়ে প্রশ্ন করা হয় এক সংবাদমাধ্যমের তরফে হিরণের কাছে। জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রি দেবময় বলে তিনি কাজ পান না। সেই রাগ কি রয়েছে মনে আদৌ? যাতে জবাব আসে, ‘একেবারে না। এসব আমি জানি না। আমি দেবের পরে ইন্ডাস্ট্রিতে এসেছি। নবান নন্দিনী হিট। ভালোবাসা ভালোবাসাও কিন্তু দেব নয়, আমি করেছি। হিট করেছে।’ নিজের বক্তব্যে আরও জুড়েছেন, ‘রাগ? একদমই না। দেব অত্যন্ত ভালো ছেলে। অত্যন্ত ভালো বন্ধু। ইডিতে লুকিয়ে লুকিয়ে গেছিলেন। সিবিআইতে গেলেন। যদি টাকা নেওয়ার অভিযোগ সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওঁর পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক।’
গরুপাচার-কাণ্ডে সিবিআই এবং ইডির জেরার মুখে পড়তে হয়েছে দেবকে। সেই প্রসঙ্গ টেনে এনেই শনিবার একটি প্রেস কনফারেন্স করেছিলেন হিরণ। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘মাননীয় সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। সেই টাকা দিয়ে ছবিও বানিয়েছেন। সেই কেসে যদি দোষী সাব্যস্ত হন, যদি তাঁকে জেলে হয়, তাহলে আমার সবথেকে দুশ্চিন্তা থাকবে মিঠুন দা’কে নিয়ে (যেহেতু প্রজাপতির প্রযোজক ছিলেন দেব, ছবিতে অভিনয় করেছেন মিঠুন)।’
এর আগে দেব আর রুক্মিণী প্রসঙ্গে হিরণ মন্তব্য করেছিলেন, ‘সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসাবে যা কাজ হবে, তার থেকে কাটমানিও নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। সেসব দিয়ে তারপর আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে ঘুরতে যাব মলদ্বীপে। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে।’
তখন জবাবে দেব বলেছিলেন, ‘হিরণ আমার ভালো বন্ধু, ওকে কিছু বলার নেই। রাজনীতির দিক থেকে আবেগপ্রবণ হয়ে হয়তো বলে ফেলেছে। আর আমার গার্লফ্রেন্ডকে এসবে জড়ানো মানে মহিলাদের অপমান করা। বাড়িতে ঢুকো না।’
প্রসঙ্গত, প্রজাপতি আগেই জড়িয়েছে রাজনৈতিক বিতর্কে। তৃণমূলের কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন, দেব ছবিতে ভালো অভিনয় করলেও মিঠুন ডুবিয়েছে। প্রজাপতির নন্দনে শো না পাওয়ার কারণ হিসেবেও বড় একটা অংশ মনে করেছিল ছবিতে বিজেপির মিঠুনের থাকা। কুণাল-দীলিপের দ্বন্দ্বও লেগেছিল। মিঠুন-কুণালের কথাকাটাকাটি-তে মজেছিল বাংলার মানুষ। আর সেসব বিতর্কের প্রচারে ভর করে সুপার হিট হয়ে যায় ছবিখানা। নতুন করে তা মুক্তি পাচ্ছে বিশ্ববাজারে আপাতত। তাহলে বলা যায়, বিতর্ক শাপে বরই হয়েছে দেবের জন্য।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here