Dev: ভাইপোর কাঁধে চেপেই অন্তিম যাত্রা, ছবির প্রচার ফেলে সেজো জেঠুর শেষকৃত্যে দেব
শুক্রবার ছবির প্রচারে ব্যস্ত ছিলেন দেব। আচমকাই আসে দুঃসংবাদ। গতকাল (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা হন প্রয়াত অভিনেতা-সাংসদের জেঠু তারাপদ অধিকারী। কেশপুরের বাড়িতে মৃত্যু হয়েছে অভিনেতার সেজো জেঠুর। রাতভর মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ সংরক্ষণ করা হয় পরিবারের তরফে। জেঠুর মৃত্যুর খবর পৌঁছেছিল রাতেই, শনিবার সকালে তড়িঘড়ি দেশের বাড়ি পৌঁছান অভিনেতা।
সারা বাংলার কাছে তিনি পরিচিত দেব বা দীপক অধিকারী নামে। যদিও পরিবারের মানুষগুলোর আছে আজও তিনি ‘রাজু’। সেই রাজুর কাঁধে চেপেই এদিন শেষযাত্রায় রওনা দিলেন তারাপদ অধিকারী। এদিন গ্রামের বাড়িতে এসে ফুলের মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান দেব। তারপর পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে দেখা করেন, ভাগ করে নেন সমবেদনা। পরিবার সূত্রে খবর, জেঠুর পরিবারকে সবরকম প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা।
পরিবারের অনন্য সদস্যদের সঙ্গে জেঠুকে কাঁধ দেন দেব। শ্মশানের উদ্দেশ্য তারাপদ অধিকারীকে নিয়ে যাওয়ার সময় সবার সঙ্গে পা মেলাতে দেখা গেল অভিনেতাকে। এদিন সাংবাদিকদের সঙ্গে কোনওরকম কথা বলতে চাননি দেব। জানান, ‘এটা অধিকারী পরিবারের ব্যক্তিগত শোক, আজ কিছু বলতে চাই না। আপনারা এখানে এসেছেন ধন্যবাদ’।
দেবের আদিবাড়ি মেদিনীপুর জেলার কেশপুরে। দেবের বাবা গুরুপদ অধিকারীর সেজদাদা তারাপদ অধিকারীর মুম্বইতে থাকতেন। তাঁর হাত ধরেই দেবের বাবা মুম্বই পাড়ি দেন। সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং-এর ব্যবসা শুরু করেন। দেবের ছেলেবেলা কেটেছে মুম্বইতেই। সেখানেই পড়াশোনা ও বেড়ে ওঠা, পরে কলকাতায় ফিরে টলিউড স্টার হওয়ার লক্ষ্যে স্ট্রাগল শুরু করেন দেব।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দেব। এই বছর কিফের থালি গার্ল ছিলেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। অন্যদিকে শুক্রবার মুক্তি পেল দেবের ক্রিসমাস রিলিজ ‘প্রজাপতি’র গান। সেই ইভেন্টেও যোগ দেন তারকা। আগামী ২৩শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি’। এই ছবিতে দেব ছাড়াও থাকছেন মিঠুন, মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়রা।
For all the latest entertainment News Click Here